কর্পোরেট সুশাসনে সেরা ব্র্যাক ব্যাংক, দেয়া হল আইসিএসবি জাতীয় পুরস্কার

0
447

ঢাকা অফিস:
৭ম আইসিএসবি জাতীয় পুরস্কার অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংককে কর্পোরেট গভার্নেন্স এক্সিলেন্স ২০১৯ পুরস্কার দিয়েছে ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারি অফ বাংলাদেশ (আইসিএসবি)। জেনারেল ব্যাংকিং ক্যাটাগরিতে অনুষ্ঠানে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে ব্র্যাক ব্যাংক, এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গত শনিবার (২৩শে জানুয়ারী) ঢাকার র‌্যাডিসন বøু ওয়াটার গার্ডেনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, এমপি। এছাড়াও জুরি বোর্ডের চেয়ারম্যান ডাঃ এ বি মির্জা আজিজুল ইসলাম টেলিফোনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন। পুরষ্কার গ্রহণ করে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “সুশাসন, নিয়মানুবর্তিতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা ব্র্যাক ব্যাংকের ব্যবসায়িক মডেলের ম‚ল ভিত্তি। এই মানগুলিতে টানা দ্বিতীয় বছর আইসিএসবি-র এই স্বীকৃতি আমাদের জন্য দেশের সেরা ব্যাংক হওয়ার পথে একটি মাইলফলক। আমরা আমাদের সকল স্টেকহোল্ডারদের তাদের দিকনির্দেশনা, উত্ধসঢ়;সাহ এবং ব্যাংকের উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানাই। এই পুরষ্কার অর্জনে আমাদের ব্যাংকের প্রতিটি কর্মীর অবদান রয়েছে। প্রতি বছরের ন্যায় আইসিএসবি এ বছরও কর্পোরেট গভর্ন্যান্স সংক্রান্ত মানদন্ডের আলোকে স্থানীয়ভাবে তালিকাভুক্ত মোট ৩৫টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে। প্রতি বছরই আইসিএসবি তালিকাবদ্ধ সংস্থাগুলির কাছ থেকে আবেদন করার আহŸান জানায়। ১৩টি বিভিন্ন সেক্টরের ১৫০টিরও বেশি প্রতিষ্ঠান এবারের আয়োজনে অংশ নেয় এবং কর্পোরেট সুশাসনের মান সম্পর্কিত সমর্থনকারী তথ্য সহকারে তাদের ২০১৯ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন জমা দেয়। গত বছর আইসিএসবি জাতীয় পুরষ্কারের ৬ষ্ঠ সংস্করণে কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্সের জন্য সিলভার অ্যাওয়ার্ড পেয়েছিল ব্র্যাক ব্যাংক।
ব্র্যাক ব্যাংক লিমিটেড সম্পর্কে:
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেড ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রæত প্রবৃদ্ধি অজনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘ইজঅঈইঅঘক’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৮৭টি শাখা, ৩৭৪ টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। গত চার বছরে ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। এগার লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২০ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টাšত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।