সুপার সাব এমবাপ্পের হ্যাটট্রিকে পিএসজির বড় জয়

0
298

খুলনাটাইমস ডেস্ক : বদলী খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে আগের দুই ম্যাচে অপরাজিত ক্লাব ব্রাগকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র পথে অনেকটাই এগিয়ে গেছে প্যারিস সেইন্ট-জার্মেই।উরু এবং হ্যামস্ট্রিং ইনজুরির কারনে এবারের মৌসুমে মাত্র চারটি ম্যাচে মূল একাদশে খেলা বিশ্বকাপ জয়ী এমবাপ্পে দ্বিতীয়ার্ধে ২০ মিনিটের মধ্যে তিন গোল করে পিএসজিকে বড় জয় উপহার দেন। এই জয়ে রিয়াল মাদ্রিদের থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে গ্রুপ-এ’তে শীর্ষস্থানে রয়েছে প্যারিসের জায়ান্টরা। এই গ্রুপের দ্বিতীয় ম্যাচে টনি ক্রুসের একমাত্র গোলে গ্যালাতাসারেকে পরাজিত করে দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্যালাকটিকোরা।ম্যাচ শেষে ২০ বছর বয়সী এমবাপ্পে বলেছেন, ‘আমি ম্যাচের শুরু থেকেই খেলার আশা করেছিলাম। কিন্তু কোচ আগেই তার মূল একাদশ সাজিয়ে রেখেছিলেন এবং আমাকে সেটা গ্রহণ করতে হয়েছে। একইসাথে আমি এটাও প্রমান করতে চেয়েছি আমাকে ছাড়া ম্যাচে এগিয়ে যাওয়া কঠিন। আমাকে নিজের জায়গা ধরে রাখার জন্য অবশ্যই লড়াই করতে হবে। প্রায় দুই মাস আগে পুরো ৯০ মিনিট মাঠে খেলেছি। আমার এখন আর কোন ইনজুরি নেই। পুরোপুরি সুস্থ হয়ে দলে ফেরাটা সত্যিই আনন্দের।’পিএসজির হয়ে অপর গোল দুটি করেছেন মাওরো ইকার্দি। তার আর্জেন্টাইন সতীর্থ এ্যাঙ্গেল ডি মারিয়া পাঁচ গোলের তিনটিতেই সহযোগিতা করেছেন।এই নিয়ে ইউরোপে এবারের মৌসুমে তৃতীয়বারের মত পিএসজি কোচ থমাস টাচেল তার প্রথম একাদশের আক্রমণভাগে নেইমার, এমবাপ্পে ও এডিনসন কাভানিকে পাননি। ইউরোপে নিষেধাজ্ঞার কারণে নেইমার মাঠের বাইরে আছেন। অন্যদিকে এমবাপ্পে ও কাভানি ইনজুরিতে ভুগছেন।বেলজিয়ান প্রো লিগে কোচ ফিলিপ ক্লেমেন্টের অধীনে ব্রাগ দারুনভাবে আধিপত্য বিস্তার করে চলেছে। রিয়ালের বিপক্ষে আগের ড্র হওয়া ম্যাচটিতে লালকার্ড পাওয়ায় কাল ব্রাগের হয়ে মাঠে নামতে পারেননি নেদারল্যান্ডের মিডফিল্ডার ও দলীয় অধিনায়ক রুড ভরমার।ম্যাচের সাত মিনিটেই আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়ার বাম পায়ের কার্লিং ক্রসে ইকার্দি খুব কাছে থেকে ব্রাগ গোলরক্ষক সিমন মিগনোলেটকে পরাস্ত করেন। আধা ঘন্টার পর চ্যাম্পিয়ন্স লিগের অভিষিক্ত ১৮ বছর বয়সী মিডফিল্ডার চার্লস ডি কেটেলিয়ার পিএসজি গোলরক্ষক কেইলর নাভাসকে পরাস্ত করতে ব্যর্থ হলে ম্যাচে ফেরার ভাল একটি সুযোগ নষ্ট করে স্বাগতিক ব্রাগ।দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে ইকার্দির শট দারুন দক্ষতায় রক্ষা করেন মিগনোলেট। ৫২ মিনিটে এমবাপ্পে মাঠে নামার সাথে সাথেই নিজেকে মেলে ধরার চেষ্টা করেন। শুক্রবার নিসের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে প্রায় একইভাবে বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নামার সাথে সাথে গোল পেয়েছিলেন এই ফ্রেঞ্চ তরুণ। কালও মাঠে নেমেই ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন এমবাপ্পে। এর ৬০ সেকেন্ড পর মোনাকোর সাবেক এই ফরোয়ার্ড ইকার্দিকে দিয়ে দলের হয়ে তৃতীয় গোলটি করিয়েছেন। এমবাপ্পের দ্বিতীয় ও তৃতীয় গোলের যোগানদাতাও ছিলেন ডি মারিয়া।৭৯ ও ৮৩ মিনিটে পরপর দুটি গোল করে এমবাপ্পে হ্যাটট্রিক পূরণ করেন।এই দুটি ক্লাব আগামী ৬ নভেম্বর ফ্রেঞ্চ রাজধানীতে আবারো একে অপরের মোকাবেলা করবে। সূত্র: বাসস