সুন্দরবন অপারেশনে যাচ্ছেন রিয়াজ-সিয়াম ও রোশান

0
355

খুলনাটাইমস বিনোদন: ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন এবার নির্মাণ করছেন ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। ২০ ডিসেম্বর থেকে সাতক্ষীরা জেলার বুড়িগোয়ালিনী এলাকায় শুরু হবে সিনেমাটির প্রথম লটের শুটিং। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। দীপংকর দীপন বলেন, ‘প্রথম দফায় মোট ১৬ দিন শুটিং হবে। এর মধ্যে ১১ দিন শুটিং হবে সুন্দরবনের গহীন জঙ্গলে। প্রথম দিনের এই শুটিংয়ে অংশ নেবেন মনোজ প্রামাণিক ও সামিনা বাশার। পরদিন থেকে রিয়াজ-সিয়াম ও রোশান, নুসরাত ফারিয়া, তাসকিনসহ ইউনিটের সবাই শুটিংয়ে অংশ নেবেন। সুন্দরবনকে জলদুস্যমুক্ত করার অপারেশনে নামবেন তারা। সাতক্ষীরায় সিনেমাটির শুটিং চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।’ দীপংকর দীপন আরও বলেন, সাতক্ষীরায় শুটিংয়ের পর আমরা খুলনা এলাকায় শুটিং করবো। ৫ জানুয়ারি পর্যন্ত ওই এলাকায় শুটিং চলবে। সিনেমার কাস্টিং নিয়ে আরও কিছু সারপ্রাইজ আছে। আরও বিশেষ কয়েকজন তারকার নাম ঘোষণা করবো আমরা। একে একে চমকগুলো সামনে আনবো। শুটিংয়ের আগেই সিনেমাটির শিল্পীদের নিয়ে মহড়ার আয়োজন করা হয়। যেখানে ছবির পরিচালক স্ক্রিপ্ট নিয়ে বুঝিয়ে দেন সবাইকে। এ ছাড়া এই সিনেমার অভিনয় শিল্পীদের বিশেষ ট্রেনিংও দিয়েছেন র‌্যাবের কর্মকর্তরা। এ মহড়ার ছবি প্রকাশ হয়েছে আগেই। মূলত সুন্দরবনকে জলদুস্যমুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’। র‌্যাব ওয়েলফেয়ার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের অর্থায়নে চলচ্চিত্রটি প্রযোজনা করছে থ্রি হুইলারস লিমিটেড। সিনেমাটিতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া, জিয়াউল হক রোশান, সিয়াম আহমেদ, তাসকিন রহমান, রিয়াজ, সামিনা বাশার, মনোজ প্রামাণিক, দীপু ইমাম, শেখ এহসানুর রহমানসহ আরও অনেকে। সব ঠিক থাকলে ২০২০ সালের ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে।