সার্কিট হাউজ ময়দান সংকুচিত করে লং টেনিস কোর্ট নির্মাণের সিদ্ধান্তে ছাত্র ইউনিয়নের নিন্দা

0
386

খবর বিজ্ঞপ্তি:
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদের সভাপতি উত্তম রায় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শেখ রবিউল ইসলাম রবি এক যৌথ বিবৃতিতে খুলনার সার্কিট হাউজ ময়দান কে সংকুচিত করে লং টেনিস কোর্ট নির্মাণের সিদ্ধান্ত কে নিন্দা জা

নিয়েছেন। বিবৃতিতে বলা হয় জেলা প্রশাসকের এই সিদ্ধান্ত খুলনার জন্য আত্মঘাতি।সার্কিট হাউজ ময়দান খুলনার একটি ঐতিহ্য। এটি সার্কিট হাউজের হিলিপেড। লং টেনিস ক্রীড়াঙ্গনের একটি অংশও বটে তবে এটি অন্যত্র করলে সংকট কোথায়! অবশ্যই খুলনাতে বিশ্বমানের টেনিস কোর্ট প্রয়োজন। তবে সেটা এই স্থানে নয়। এটি শিশু, কিশোর ও বিভিন্ন ক্রীড়া একাডেমির জন্য উন্মুক্ত থাকা উচিত। এই স্থান টুকুকে ঘিরেই বর্তমানে খুলনার ক্রীড়াঙ্গন আবর্তিত হচ্ছে। সার্কিট হাউজ মাঠ প্রায় সারাবছর কোন না কোন কাজে খেলার অনুপযোগী থাকে। হেলিপ্যাডের এই জায়গাটুকুই খেলোয়াড়দের শেষ আশ্রয় স্থল। এটিও ছিনিয়ে নিলে খুলনার খেলাধুলায় বিরুপ প্রভাব পড়বে। তার পাশাপাশি সুষ্ঠু বিনোদনের অভাবে ছাত্র সমাজ মাদকের দিকে ঝুকে পড়বে। বর্তমান সরকার যেখানে উপজেলা পর্যায়েও খেলার মাঠ তৈরী করছে সেখানে খুলনার মত একটি স্থানে শিশুদের খেলার স্থান সংকুচিত করার এই সিদ্ধান্ত ঠিক নয়। খুলনা সার্কিট হাউজের হেলিপ্যাড এর সাথে অনেক মুক্তিযুদ্ধের ইতিহাস জড়িয়ে রয়েছে। স্মৃতি সংরক্ষণের স্বার্থে এই জায়গাটা ছেড়ে অন্যত্র করা হোক। উল্লেখ্য, এর আগে খুলনা জেলা প্রশাসক সার্কিট হাউস ময়দানকে সংকুচিত করে টেনিস কোর্ট নির্মানের সিদ্ধান্ত নেন।