সাত হাজার রান ক্লাবে তামিম

0
243

খুলনাটাইমস স্পোর্টস : জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এঙ্গলবার ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি করেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ১৩৬ বল মোকাবেলা করে ২০টি চার ও ৩টি ছক্কা মেরে ১৫৮ রান করেন তামিম। এই ইনিংস খেলার পথে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হলেন তিনি। একই সাথে ৫০ ওভার ফর্মেটে প্রথম বাংলাদেশী হিসেবে সাত হাজার পুর্ন করেন তামিম। এ ম্যাচের আগে তামিমের ওয়ানডে পরিসংখ্যান ছিলো- ২০৫ ওয়ানডেতে ৬৯১৬ রান। সাত হাজার রানের ক্লাবে প্রবেশ করতে ৮৪ রান দরকার ছিলো তামিমের। সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এঙ্গলবার ইনিংসের ২৭তম ওভারের পঞ্চম বলে জিম্বাবুয়ের পেসার ডোনাল্ড তিরিপানোকে আপারকাট করে বাউন্ডারি মেরে ওয়ানডেতে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে সাত হাজার রান পূর্ণ করেন তামিম। এছাড়া ওয়ানডেতে আগ থেকেই বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক বনে আছেন তামিম। ওয়ানডে ক্রিকেটে রান সংগ্রহকারী বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
খেলোয়াড় ম্যাচ রান
তামিম ইকবাল ২০৬ ৭০৭৪
সাকিব আল হাসান ২০৬ ৬৩২৩
মুশফিকুর রহিম ২১৮ ৬১৭৪
মাহমুদুল্লাহ রিয়াদ ১৮৭ ৪০৬৭
মোহাম্মদ আশরাফুল ১৭৫ ৩৪৬৮