সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৫৬, মৃত্যু-৮

0
150

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় চলমান বিশেষ লকডাউনের তৃতীয় সপ্তাহের প্রথম দিন আজ শনিবার। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা ৯২ টি নমুনা পরীক্ষা করে ৫৬ টি করোনা পজেটিভ হিসেবে সনাক্ত হয়েছে। যা’ ৬০ দশমিক ৮৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে মারা গেছে ৮জন। এনিয়ে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন মোট ৫৭ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ২৬৪ জন। সকাল থেকে লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। শহরের বিভিন্ন মোড়ে চেকপোষ্ট বসিয়ে জনসাধারণ ও যানবাহনের গতিনিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও অনেক সময় তা সম্ভব হচ্ছে না পুলিশের। সাধারন মানুষ কিছুতেই মানতে চাচ্ছেন না স্বাস্থ্যবিধি। হাট-বাজার গুলোতে সাধারন মানুষের ভিড় লক্ষনীয়।

লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ। ভোমরা স্থলবন্দরেও সীমিত পরিসরে চলছে আমদানী-রপ্তানী কার্যক্রম। তবে ভারতীয় চালক ও হেলপাররা যাতে খোলামেলা ঘুরে বেড়াতে না পারেন এবং সীমান্ত দিয়ে কেউ যাতে পারাপার না হতে পারেন সে জন্য পুলিশ ও বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই মধ্যে জেলা শহর ও গ্রাম অঞ্চলের প্রায় প্রতিটি ঘরে ঘরে জ¦র, সর্দি, কাশিসহ নানা উপসর্গ নিয়ে ভুগছেন অধিকাংশ মানুষ। জেলার একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭১ জন ও সদর হাসপাতালে ২০ জন ভাইরাসটিতে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। বাকী ৫৬২জন বিভিন্ন বেসরকারী হাসপাতাল, প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

খুলনা টাইমস/এমআইআর