সাতক্ষীরায় শিশুদের পুষ্টিমান নিশ্চিতে ‘রাইট টু গ্রো’ প্রকল্প

0
167

দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় ৫ বছরের কম বয়সী শিশুদের পুষ্টিমান নিশ্চিতকরণে রাইট টু গ্রো নামের নতুন একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দেবহাটার পাঁচটি ইউনিয়নে ৫ বছর মেয়াদী এ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে শিশুদের ওয়াশ, পুষ্টি ও স্বাস্থ্য সেবা প্রদান করবে। বৃহষ্পতিবার এ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এ প্রারম্ভিক সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির। রাইট টু গ্রো প্রকল্পের জোনাল ফিল্ড অপারেশন অফিসার লিমা হান্না দারিংয়ের সভাপতিত্বে এবং জেন্ডার এন্ড অ্যাডভোকেসী অফিসার অনিন্দিতা বিশ্বাসের সঞ্চালনায় সভাটিতে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সিভিল সার্জন হুসেইন শাফায়াত, দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, বাংলাভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, দেবহাটা এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস, রামপালের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ফুলি সরকার, রাইট টু গ্রো প্রকল্পের ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার রায়, ফাইন্যান্স এন্ড অ্যাডমিন অফিসার প্রনতি পালমা, প্রজেক্ট অফিসার তানজিমা আক্তার, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার বিলকিস আরা চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।