সাতক্ষীরার দেবহাটায় প্রতিপক্ষের মারপিটে আহত পিতা ও পুত্র

0
211

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মৎস্য ঘেরে মাছ চুরির ঘটনায় নিষেধ করাকে কেন্দ্র করে চোরদের মারপিটের স্বীকার হয়ে ঘের ব্যবসায়ী কালাম মোড়ল (৩৮) ও ফিরোজ হোসেন (১৬) নামের পিতা ও পুত্র আহত হয়েছে। আহত কালাম মোড়ল দেবহাটা উপজেলার চলতেতলা গ্রামের আলেম মোড়লের ছেলে এবং ফিরোজ হোসেন আহত কালাম মোড়লের ছেলে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে কৈখালি ব্রীজ সংলগ্ন এলাকায় এ মারপিটের ঘটনা ঘটে। বর্তমানে আহতরা সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত কালাম মোড়ল জানান, দীর্ঘদিন ধরে চালতেতলা এলাকায় তার ভাই লিয়াকাত মোড়লের মালিকানাধীন মৎস্য ঘের থেকে পাশের ঘের মালিক মোস্তফা পাড় ও তার ছেলে রোকন পাড় মাছ চুরি করে আসছিলো। বৃহষ্পতিবার সকালে বিষয়টি নিয়ে কৈখালী ব্রীজের পাশে জনৈক সবুজের দোকানে অবস্থানকালে মাছ চোর মোস্তফা পাড় ও তার ছেলে রোকন পাড়কে সতর্ক করেন কালাম মোড়ল। এসময় মাছ চোর মোস্তফা পাড় ও তার ছেলে রোকন পাড় ক্ষুদ্ধ হয়ে কালাম মোড়ল ও তার ছেলে ফিরোজ হোসেনকে পিটিয়ে জখম করে। একপর্যায়ে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় আহতের পরিবারের পক্ষে সালাম মোড়ল বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।