সাংবাদিক আসলামের বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদ সভা

0
571

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি:
খানজাহান আলী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ আসলাম হোসেনের নামে কুচক্রি মহল ভূয়া পরিচয় ব্যবহার করে মিথ্যা, বানোয়াট, মানহানিকর এবং চরম কুরুচীপুর্ণ ভাষা ব্যবহার করে বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে গতকাল আছরবাদ আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের অডিটরিয়াম কক্ষে খানজাহান আলী থানা প্রেস ক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম। প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্জ শেখ আনছার আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মহানগর আওয়ামলীগ নেতা স.ম রেজওয়ান আলী, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ সরকার। রেজওয়ান রাজার পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তৃতা করেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সহ-সভাপতি মোঃ শফিউদ্দিন শফি, গাজী মাকুল উদ্দিন, তারেক সাইফুল্লাহ, থানা প্রেস ক্লাবে মোড়ল মুজিবর রহমান, মিয়া বদরুল আলম, খানজাহান আলী থানা আওযামীলীগের সহ-সভাপতি এস এম ফজলুল হক, ৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, ৩৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রহমান মিনা, থানা আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আম্বিয়া বেগম, সাবেক ছাত্রলীগ ফোরামের নাসির উদ্দিন, খানজাহান আলী থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বায়জিদ সরদার প্রমুখ নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় সাংবাদিক মোশারফ হাও্যলাদার, শংকর কুমার বিষ্ণু, অনিমেষ মন্ডল, মিহির বিশ^াস, আনন্দ কুমার স্বর, শেখ হাবিবুর রহমান, কিশোর কুমার দে, মনিরুল ইসলাম মোড়ল, শেখ ইদ্রিস আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন অবিলম্বে জিডির সুষ্ট তদন্তপুর্বক ষড়যন্ত্রকারীদের খুজে বের করে আইনের আওতায় আনা না হলে এই অঞ্চলের কর্মরত সাংবাদিকরা আন্দোলন কর্মসুচি ঘোষনা করতে বাধ্য হবে।
উল্লেখ্য সম্প্রতি জনৈক জুলকার নাইম ফয়সাল নামের অজ্ঞাত এক ব্যক্তি এক শ্রেনীর ভূমি দস্যু, মাদক ব্যবসায়ী, ছিনতাই-রাহাজানীর সাথে জড়িত দুষ্কৃতিকারী ব্যক্তিদের প্রয়োচনায় সম্পুন্ন উদ্দেশ্য প্রনোদিত ষড়যন্ত্রমূলক ভাবে সাংবাদিক আসলাম শেখকে জড়িয়ে কুরুচীপুর্ণ অত্যান্ত নিকৃষ্ট ও ঘৃর্ণ ভাষায় মানহানিকর মিথ্যাচার কল্পকাহিনী সাজিয়ে বিভিন্ন দপ্তরে বিলি করে। বিষয়টি অবহিত করে খানজাহান আলী থানায় সাংবাদিক আসলাম শেখ একটি সাধারণ ডায়রী করেছেন(যার নং ৬৬২ তাং ১৬/৭/১৯)