সমাজে গুনীব্যক্তিদের কদর লোপ পাওয়া সামাজিক অবক্ষয়ের কারণ : এমপি ঝর্ণা

0
230

বটিয়াঘাটা প্রতিনিধি:
সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড, গ্লোরিয়া ঝর্না সরকার বলেছেন, কৃতি ছাত্র-ছাত্রী আগামী দিনের সম্ভাবনাময়। কৃতিত্বের মধ্য দিয়ে তারা আগামীদিনে দেশ পরিচালনায় অবদান রাখবে। শুধু তাই নয়, সমাজে গুনীব্যক্তিদের কদর দিনে দিনে লোপ পাওয়ায় সামাজিক অবক্ষয় দেখা দিচ্ছে। আজকের এই অনুষ্ঠানে কৃতি ছাত্র-ছাত্রী ও গুনীজনদের সংম্বর্ধনা প্রদান করায় এলাকা থেকে সামাজিক অবক্ষয় দুর করে মানুষ ভাল কাজে মনোনিবেশ করতে উৎসাহিত হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় বটিয়াঘাটা অ্যাসোসিয়েশন, ঢাকা কর্তৃক আয়োজিত স্থানীয় বটিয়াঘাটা বাজার নাট মন্দির প্রাঙ্গনে কৃতি ছাত্র-ছাত্রী ও গুনীজন সংম্বর্ধনা এবং শারদ সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অ্যাসোসিয়েশন এর সভাপতি সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে ও বেতার উপস্থাপক সজীব দত্তের সঞ্চালনায় এবং অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ডাঃ সুপ্রিয় সরকারের স্বাগত বক্তৃতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জিয়াউর রহমান, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল,অধ্যক্ষ অমিতেষ দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, ওসি তদন্ত মোস্তফা হাবিবুল্লাহ ও অধ্যাপক গৌর চন্দ্র পাল। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোল্যা ইসমাইল হোসেন বাবু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাবেক ইউপি চেয়ারম্যান এড, নিহার রঞ্জন মল্লিক, সুপ্রিম কোর্টের আইনজীবি এড,সুভাষ তরফদার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাঞ্জিলাল মল্লিক, প্রধান শিক্ষক অনিল কুমার মন্ডল, প্রধান শিক্ষক অন্নদা শংকর রায়, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, বীরমুক্তিযোদ্ধা জগদীশ মল্লিক, সহকারী প্রধান শিক্ষক তৃপ্তি রানী বিশ্বাস, অ্যাসোসিয়েশন এর কর্মকর্তা প্রসূন রায়, অনুপম মন্ডল সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,গন্যমান্য ব্যাক্তিবর্গ ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠান শেষে জাতীয় পর্যায়ে ও প্রাতিষ্ঠানিক ভাবে কৃতিত্ব রাখায় সম্মাননা প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।