শেখ হাসিনার সরকার ভাষা শহীদ ও মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরনে কাজ করছে : বাবু

0
302

খবর বিজ্ঞপ্তি: খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র শিক্ষা বান্ধব সরকার ভাষা শহীদ ও মুক্তিযুদ্ধের স্বপ্ন- আকাঙ্খা পূরনে কাজ করে চলেছেন। তিনি শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদখালী কলেজ কর্তৃপক্ষের আয়োজিত সংবর্ধনা কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বছরের শুরুতে কোটি-কোটি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরন,শিক্ষা উপকরন সহ শিক্ষা বৃত্তিপ্রদান প্রসঙ্গ তুলে তিনি আরও জানান, এ সরকার আর্থ-সামাজিক,রাজনৈতিক,শিক্ষা বিজ্ঞান প্রযুক্তি, সমুদ্র বিজয় সহ নানা ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন। যা বিশ্বে প্রশংসিত হয়েছে। এমপি বাবু জানান,ডুমুরিয়ার ১৮ মাইল থেকে কয়রা পর্যন্ত সড়কের বাঁক সরলী করনে প্রধানমন্ত্রী সম্প্রতি একনেক সভায় সাড়ে ৩শ কোটি টাকার প্রকল্প অনুমোদন,সংসদে কয়রার গোলখালীতে পর্যটন কেন্ত্র গড়ে তোলার প্রস্তাব পাশ,সহ টেকসই বেঁড়িবাধ নির্মান,উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। সভায় কলেজ কর্তৃপক্ষের দাবীর প্রেক্ষিত এমপি চাঁদখালী কলেজের সীমানা প্রাচীর নির্মান,মাঠ ভরাট, পুকুর খনন সহ পর্যায় ক্রমে সংশ্লিষ্ঠ দপ্তরের মন্ত্রী ও সচিবদের সাথে য়োগাযোগ করে কলেজ একাডেমী ও আইসিটি ভবন নির্মানের কথা বলেন। কলেজ গর্ভনিং বডির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও কলেজ শিক্ষক বেলাল উদ্দীনের পরিচালনায় এ সভায় বিশেষ অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, ভাইস চেয়ারম্যান শিয়াবুউদ্দীন ফিরোজ বুলু,অধ্যক্ষ অন্যদা শংকর রায়,ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জোয়াদুর রসুল বাবু,সাবেক চেয়ারম্যান মনছুর আলী গাজী, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম,কলেজ শিক্ষক জুলফিকারুল ইসলাম,হিরন্ময় মন্ডল, ফনীভুষন ঢালী,ভবসিন্ধু মন্ডল,মনোরঞ্জন মন্ডল, নিরাকুল মন্ডল, নুরুজ্জামান, আলোক সরকার,বিকাশ মন্ডল, স্মৃতিকনা বৈরাগী,জেলা যুবলীগ-নেতা জসীম উদ্দীন বাবু, শামিম হোসেন,আরশাদ আলী বিশ্বাস,আজিজুল ইসলাম,এমএম আজিজুল হাকিম,নুরুল ইসলাম,প্রভাষক মশিউর রহমান, তসলিম হোসাইন তাজ, আব্দুল হালিম ইছারুউদ্দীন,,বারিক গাজী সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। এদিকে এমপি বাবু সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর কাজের শুভ উদ্বোধন করেন।