শেখ হাসিনার সরকারের আমলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ এগিয়ে যাচ্ছে : শেখ হারুন

0
194

বটিয়াঘাটা প্রতিনিধি:
খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক হুইপ মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ বলেছেন, ইসলাম ঈমান-আমল ও শান্তির ধর্ম। ইসলাম কখনো অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে সমর্থন করে না। তেমনি সংঘাত হানাহানিকেও অনুমতি দেয় না। পবিত্র কোরআনের আলোকে সঠিকভাবে আলোচনার মাধ্যমে ধর্মীয় আলোচকদের আলোচনা করতে হবে। কিছু কিছু ব্যক্তির কারণে ধর্মের সঠিক ব্যাখ্যা উপস্থাপন না করায় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেখা যায়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ে দেশ এগিয়ে যাচ্ছে।
তিনি রবিবার সন্ধ্যায় বটিয়াঘাটা বাজার জামে মসজিদ পরিচালিত হাজী মনোয়ারা জাহাঙ্গীর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ২০ তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আবু হেনা মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান (উপ-সচিব)। প্রধান বক্তা ছিলেন ঢাকা মিরপুরের বায়তুল আজম জামে মসজিদের খতিব মাওঃ গাজী মোহাম্মদ মোহেবুল্লাহ সিদ্দকী। বিশেষ বক্তা ছিলেন মাওঃ মেজবাহ উদ্দিন। ইউপি সদস্য নজরুল ইসলাম খান এর সার্বিক তত্ত্বাবধায়নে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার শেখ আজিজুর রহমান। উপস্থিত ছিলেন আঃ সাত্তার, লুৎফর রহমান, হাফেজ মাহাবুবুর রহমান, হাফেজ হেদায়েতুল্লাহ, অবঃ নায়েক আকরাম হোসেন মল্লিক, হাফেজ মাওঃ ইসমাইল হোসেন প্রমূখ।