দক্ষিন বঙ্গ স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদ’র মানববন্ধন

0
193

খবর বিজ্ঞপ্তি:
২১শে আগষ্ট গ্রেনেড নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও ১ মিনিট নিরবতা পালন এর মধ্যে দিয়ে শুক্রবার বিকাল ৪ টায় খুলনা মহানগরীর শীবাবড়ি মোড়ে ‘‘আমারা খুলনাবাসী, করোনা রুগীর মুখে ফোঁটায় হাসি’’ ¯েøাগান নিয়ে ‘‘মানববন্ধন’’ কর্মসূচি পালন করে দক্ষিন বঙ্গ স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদ। সার্বিক ব্যবস্থপনা ও সহযোগীতয় ছিল ‘‘খুলনা বøাড ব্যাংক’’ উক্ত কর্মসূচির আহবায়ক ছিলেন মোঃ সালেহউদ্দিন সবুজ (প্রতিষ্ঠতা খুলনা বøাড ব্যাংক) কর্মসূচিটি ৫ দফা দাবিতে অনুষ্ঠিত হয়। দফাগুলির মধ্যে অন্যতমঃ
খুলনা মেডিকেল, খুলনা সদর সহ অন্যান্য হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ দ্রæত লিক্ইুড অক্সিজেন প্লান্ট স্থাপন।
অতিদ্রæত হাইফ্লো ন্যাসেল ক্যানুলা প্লান্ট স্থাপন।
পর্যাপ্ত করোনা রুগী সুচিকিৎসা সেবা প্রদানের জন্য হাসপাতাল ও আই.সি.ইউ সাধারন শয্যা সংখ্যা বৃদ্ধিকরন।
চিকিৎসা নার্স ও স্বাস্থ্যকর্মি সংখট সমস্যার নিরসন সহ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় প্রকল্প গ্রহন।
হাসপাতাল গুলিতে পি.সি.আর ল্যাব বাড়ানোর মাধ্যমে করোনা রুগী সনাক্ত সংখ্যা বৃদ্ধি করন।
উক্ত দফাগুলির সাথে সম্মতি প্রকাশ করেন খুলনা প্রেস ক্লাব সভাপতি জনাব এস.এম নজরুল ইসলাম।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত থেকে সদয় সম্মতি জানিয়ে বক্তৃতা করেন শেখ মোঃ দেলোয়ার হোসেন সদস্য জাতীয় সমাজ কল্যাণ পরিষদ, সমাজ কল্যাণ মন্ত্রনালয়। উপস্থিত থেকে সম্মতি জানিয়ে বক্তৃতা করেন শেখ মোঃ জাহাঙ্গীর আলম, আহবায়ক সম্মিলিত দূর্নিতি বিরোধ জোট ও আহবায়ক সাবেক ছাত্রলীগ ফোরাম, খুলনা। শাহ জিয়াউর রহমান স্বাধীন, প্রধান শিক্ষক সিটি গালর্স হাই স্কুল, উপদেষ্টা খুলনা বøাড ব্যাংক উপস্থিত ছিলেন এই সংকট কালে খুলনার সকল হাসপাতালে চিকিৎসা সেবার নির্দিষ্ট করার দাবি জানাতে মূল্যবান বক্তব্য রাখেন সৌরভ গাইন, সুরভী লাইজু সুয়েতা মিম, ফারদিন ইসলাম অনিক, সেলিম মাহবুব, রাসেল আহমেদ, রাজু আহমেদ, ইমরান হোসেন ইমু, গাজী আশরাফ নীলা হালদার, অভী, তুহিন, লিমন, আবীর সহ অন্যান্য স্বেচ্ছাসেবী গন। সার্বিক পরিচলনায় আসাদ শেখ ও কমলেশ বাছাড়।