শুরুতেই দুই ওপেনারের চাপে জিম্বাবুয়ে

0
389

টাইমস রিপোর্ট:

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছে জিম্বাবুয়। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে তৃতীয় বলেই জিম্বাবুয়ের ওপেনার চিপহাস জুহওয়াওকে বোল্ড করে প্রথম উইকেট তুলে নেন টাইগার অলরাউন্ডার সাইফুদ্দিন। তৃতীয় ওভারেই সবচেয়ে বড় শিকার ধরেন এই সিরিজে প্রথম সুযোগ পাওয়া আবু হায়দার রনি। জিম্বাবুয়ে অধিনায়ককে বোল্ড করে সাজ ঘরে ফেরান তিনি। ৪ ওভার শেষে স্কোর বোর্ডে ৬ রান তুলতেই দুই উইকেট হারিয়ে বসেছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ শুক্রবার তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দুপুর আড়াইটায় চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে এ ম্যাচ শুরু হয়। এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে টস ভাগ্যকে পাশে পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। শিশিরের প্রভাবের কথা মাথায় রেখে আবার ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক। এদিকে, সিরিজ নিশ্চিত হওয়ায় জিম্বাবুয়ের বিরুদ্ধে আজ বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে শুধু এক্সপেরিমেন্ট নয়, মাশরাফিদের প্রধান টার্গেট আজ জিম্বাবুয়েকে ‘বাংলাওয়াশ’ করা। তথ্য সূত্র: বাংলাদেশ প্রতিদিন