শুক্রবার শ্রমিক জনসভায় নতুন কর্মসূচি ঘোষণা

0
239

ফুলবাড়ীগেট প্রতিনিধি:
খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান। (৬ অক্টোবর) মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রবীন শ্রমিক নেতা শহিদুল্লাহ খা’র সভাপতিত্বে ও ব্যক্তিমালিকানাধিন পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় সংক্ষিপ্ত সভায় বক্তৃতা করেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ১নং আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, ব্যক্তিমালিকানাধিন পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালী জুট মিল সিবিএ সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, ক্বারী আছহাব উদ্দিন, মাহাতাব উদ্দিন, মোঃ আঃ সালাম, ইউপি সদস্য হুমায়ুন কবির, নিজাম উদ্দিন, আমির মুন্সি, এরশাদ আলী, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষে খুলনা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন মিলের সিবিএ নেতাদের সহযোগিতায় মিল মালিক শ্রম আইনের তোয়াক্কা না করে এক নোটিশে সকল শ্রমিক কর্মচারী কর্মকতাদের চাকুরীচ্যুত করার ৭ বছর অতিবাহিত হলেও শ্রমিকদের কোন পাওনা পরিশোধ করেনি। এতে ৬৫ জন শ্রমিক তাদের মিলে লক্ষাধিক টাকা পাওনা থাকা সত্বেও অর্ধাহারে অনাহারে মৃত্যুবরণ করেছে। তাই মালিকের ক্ষতিপূরণ সহ সকল পাওনা পরিশোধ অনতিবিলম্বে না হলে আগামী ৯ অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় শিরোমণি শহীদমিনার চত্বরে জনসভার মাধ্যমে ফুলতলা থেকে ফুলবাড়ীগেট পর্যন্ত রাজপথ অবরুদ্ধসহ কঠিন আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে বলে নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করেন।