শিরোমণি টেকসই উন্নয়ন ও ইনকাম জেনারেটিং প্রকল্পে প্রতিবন্ধীদের ভূমিকা শীর্ষক আলোচনা

0
226

ফুলবাড়িগেট প্রতিনিধি:
গণসেবা সংস্থা ও প্রচেষ্টা বাংলাদেশ এর যৌথ আয়োজনে ৩ সেপ্টেম্বর বেলা ১১টায় শিরোমণিস্থ গণসেবা সংস্থার নিজস্ব কার্যালয়ে ডাঃ এসএম হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ ইব্রাহীম। ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন গণসেবা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আব্দুস সালাম, প্রচেষ্টা বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ফারজানা ইয়াসমিন বিথী, কাজী নাজমুল হুদা, নাদিম হোসেন, শিক্ষকা মনিরা সুলতানা, লুৎফর রহমান লিটন, শেখ মাসুম বিল্লাহ, শেখ ইমদাদুল ইসলাম, মোঃ মহসিন, মিয়া খালিদ, শেখ আলমগীর হোসেন, আবুল কালাম আজাদ প্রমুখ। সভায় বক্তারা প্রতিবন্ধীদের নিয়ে শারিরিক প্রতিবন্ধকতা জয় করে পৃথিবীতে অসংখ্য ব্যক্তি বিখ্যাত হয়েছেন। তাই মনোবল দৃঢ় রেখে শিক্ষা অর্জন করে প্রতিবন্ধীদের সমাজের অন্যদের মতো কাজ করে আত্মনির্ভরশীল হতে হবে।