শিরোমণি কলেজ ও বাদামতলা চক্ষু হাসপাতাল সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

0
440

ফুলবাড়ীগেট প্রতিনিধি: খানজাহান আলী থানার শিরোমণি কলেজ সড়ক ও বাদামতলা চক্ষুপাসপাতাল, কেবল সড়কের পাশ্বে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ব্যস্ততম এই সড়কের উপর এলোমেলো ভাবে দির্ঘ্যদিন ধরে অবৈধ গাড়ী পার্কিং উচ্ছেদ করেছে পুলিশ। শিরোমণি শিল্পাঞ্চলের গুরুত্বপুর্ণ এই সড়কটি দিয়ে শিরোমণি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়, খানজাহান আলী থানা, খুলনা জেলা পুলিশ লাইন, বিএনসিসি, খুলনা জেলা পুলিশ ফায়ারিং সেন্টর, খুলনা বিএনএসবি চক্ষুপাসপাতাল, বিআরটিএ অফিস, পিসিএল,আরএফএল এর গোডাউন, বাংলাদেশ কারিগরি শিল্প সহায়তা কেন্দ্র(বিটাক), বিএসআরএম এর গোডাউন, বাংলাদেশ কেবলস্ শিল্প, টেলিফোন ট্রেনিং সেন্টার, বিএডিসি সার গুডাউন, পল্লিবিদ্যুতায়ন বোর্ড, মহসিন মিলস্ লিঃ সহ এলাকার হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র যোগাযোগ ব্যবস্থার মাধ্যম এই সড়কটি অবৈধ স্থাপনা গড়ে ওঠা এবং সড়কের উপর অবৈধভাবে বিভিন্ন প্রকার যানবাহন রাখায় প্রতিনিয়ত হয়রানির স্বিকার হচ্ছে মানুষ, এসংক্রান্ত নিউজ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হওয়ায় খুলনা সিটি মেয়রের নজরে আসার পর কেএমপি’র পক্ষ থেকে খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম , এসআই আনোয়ার হোসেন মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে। খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ও অনাকাক্সিক্ষত দূর্ঘটনা এড়াতে সড়কের উপর অবৈধভাবে গাড়ী পার্কিং ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। এদিকে স্থানীয়রা অবৈধদখল কারিদের উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতে এরা যাতে আবার দখল করতে না পারে সে ব্যপারে প্রশাসনের সজাগদৃষ্টি রাখার আহবান জানিয়েছেন।