শিগগির ফিরছে না স্পাইডার-ম্যান

0
313

খুলনাটাইমস বিনোদন: স্পাইডার-ম্যান ভক্তদের জন্য দুঃসংবাদই বটে। জনপ্রিয় এই চরিত্রটি নিয়ে দ্বন্দ্ব এখনো মেটেনি। তাই, খুব শিগগির পর্দায় ফিরছে না স্পাইডার-ম্যান।
সনি পিকচার্সের চেয়ারম্যান ও সিইও টনি ভিঞ্চিকুয়েরা ভ্যারাইটি এন্টারটেইনমেন্ট অ্যান্ড টেকনোলজি সামিটে বলেছেন, ‘এই মুহূর্তে দরজা বন্ধ।’ তবে ভবিষ্যতে প্রিয় এই চরিত্রটি নিয়ে সিনেমা নির্মাণের সম্ভবনা উড়িয়ে দেননি তিনি। সম্প্রতি স্পাইডার-ম্যান চরিত্রটি নিয়ে একটি প্রস্তাবে ওয়ার্ল্ড ডিজনি মালিকানাধীন মার্ভেল স্টুডিও এবং সনি এন্টারটেইনমেন্ট দুই প্রতিষ্ঠানই অসম্মতি জানিয়েছে। ডিজনি চাইছে না স্পাইডার-ম্যান ফ্রাঞ্চাইজির কোনো সিনেমাতে প্রযোজক হিসেবে কেভিন ফাইগির নাম থাকুক। মূলত সিনেমাগুলোর লভ্যাংশ ভাগাভাগি নিয়েই এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডিজনির এমন সিদ্ধান্তে স্পাইডার-ম্যান সিরিজটি তো বন্ধ হচ্ছেই, মার্ভেলের অন্যান্য সিনেমাতেও থাকছে না চরিত্রটি। তবে সনি ও মার্ভেলের মধ্যে সম্পর্কের কোনো তিক্ততা নেই বলে জানিয়েছেন টনি।
তিনি বলেন, ‘কোনো পথ বের করা যায় কিনা তার চেষ্টা করছি। মারভেলের লোকজন অসাধারণ, আমরা তাদের সম্মান করি। তবে আমাদেরও অনেক অসাধারণ ব্যক্তি রয়েছেন। কেভিন ফাইগি একা সব কাজ করেন তা নয়।’
স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, ‘বড় পরিসরে, বিশেষ দিনে মুক্তির আগেও স্পাইডার-ম্যান ভালো ব্যবসা করত। এখন আমরা নিজেদের একটি জগৎ পেয়েছি। এটি এখন অন্য চরিত্রগুলোর সঙ্গেও প্রতিযোগিতা করবে।’