ডা. হাসান আলী তালুকদারের ৬তম জন্মদিন পালিত

0
403

বিজ্ঞপ্তি: দি রয়েল হোমিও ফাউন্ডেশনের পরিচালনাধীন বাংলাদেশ হোমিওপ্যাথিক প্যারা মেডিকেল বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সেনা মুক্তিযোদ্ধা (১৪ ইষ্ট বেঙ্গল) ডা. মুহা ঃ হাসান আলী তালুকদারের ৭৬তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল রোববার (৪ নভেম্বর) নগরীর বয়রাস্থ পুলিশ লাইন সংলগ্ন বোর্ড কার্যালয়ের তৃতীয় তলার অডিটোরিয়ামে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ডের উপদেষ্টা অধ্যক্ষ (অব.) ড. চৌধূরী মাহবুবুল হক, উপদেষ্টা ডা. মুরিদ আলী, উপদেষ্টা কবি এসএম হুসাইন বিল্লাহ, বোর্ড সদস্য ডা. এসএম মফিজুল ইসলাম, রেজিস্ট্রার ডা. শাহ আলম তালুকদার, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. সোবাহান আজাদ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. জরিনা তালুকদার, ছাত্র মঈন উদ্দিন গাজী, মো. সেলিম রেজা, মো. রাকিবুল হাসান ফাহিম, বোর্ড সহকারি পরিচালক ডা. নূর ইসলাম তালুকদার, আজীবন বোর্ড সদস্য ও দাতা সদস্য ডা. সাহিরা খাতুন, বোর্ড সদস্য আমিনা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ হোমিওপ্যাথিক প্যারা মেডিকেল বোর্ড প্রতিষ্ঠা এবং হোমিওপ্যাথিক চিকিৎসায় ডা. মুহা ঃ হাসান আলী তালুকদারের অবদানের বিষয়টি তুলে ধরে তার দীর্ঘায়ূ কামনা করেন।
ডা. মুহা : হাসান আলী তালুকদার ১৯৪২ সালের ২৫ অক্টোবর সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার স্থলচর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।