শরণখোলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সাজানো নারী নির্যাতন মামলার অভিযোগ

0
161

শরণখোলা প্রতিনিধি:
শরণখোলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সাজানো নারী নির্যাতন মামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শরণখোলা উপজেলার রাজেশ্বর গ্রামের বাসিন্দা বিশ্বনাথ হাওলাদার সাংবাদিকদের কাছে অভিযোগে জানান, সে গত ১৩ বছর পূর্বে উপজেলার পশ্চিম খোন্তাকাটা গ্রামের সুর্যকান্ত মিস্ত্রির কন্যা জোৎসনা রানীকে হিন্দু শাস্ত্র মতে বিবাহ করে ঘর সংসার শুরু করে । বিয়ের কিছুদিন পর থেকে তার স্ত্রী পরকিয়ায় লিপ্ত হয়। এ বিষয়ে বিভিন্ন সময়ে ইউনিয়ন পরিষদ সহ সমাজের গন্যমান্য ব্যক্তিরা একাধিকবার শালিশ করে তাতেও তার স্ত্রী সংশোধন হয়নি বরং তার বিরুদ্ধে জেলা প্রশাসকের দপ্তর সহ বিভিন্ন মহলে মিথ্যা অভিযোগ দেয় যা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়। কোন কিছুতে না পেরে অবশেষে স্বামীকে জব্দ করার জন্য গত ৩ ফেব্রæয়ারী জোৎসনা রানী বাদী হয়ে বিশ্বজিৎকে প্রধান আসামী করে তার ভাই ও প্রতিবেশী সহ ৪ জনের নামে বাগেরহাট বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ সাজানো ঘটনা দিয়ে একটি মামলা দায়ের করেছেন বলে বিশ্বজিত অভিযোগে জানান। আদালত মামলাটি তদন্তের জন্য শরণখোলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দিয়েছেন। সংলিষ্ট রাজেশ্বর জিলবুনিয়া ওয়ার্ডের রায়েন্দা ইউপি সদস্য মোঃ কাওসার আকন বলেন, বিশ্বজিতের স্ত্রী জোৎসনা রানী খুবই বেপরোয়া নারী। সে দীর্ঘ বছর যাবৎ তার স্বামীকে নানা রকম হয়রানী করে আসছে যা পুরুষ নির্যাতনের শামিল বলা যায়।