পাইকগাছায় বসত বাড়ী থেকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

0
298

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় বসতবাড়ি জমি ও ঘরের চালের উপর গাছের ডাল বিতর্কের জেরে ভাই-ভাবীকে মারপিট ও মাথা ফটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে ভাই-ভাইপোর বিরুদ্ধে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার বিরাশী গ্রামে। প্রতিপক্ষরা আহত অসহায় দম্পতিকে মামলা না করার হুমকি দিচ্ছেন বলে জানা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বিরাশী গ্রামের আহত দম্পতি ইসমাইল হোসেন ঢালী ও সতী বেগম জানান, দু’মেয়ে বিয়ের পর হতে আমাদের পুত্র সন্তান না থাকায় নিজের ভাই ছলেমান ঢালী দম্পতি বসতবাড়ীর ২ শতক সম্পতি থেকে উচ্ছেদের জন্য দীর্ঘদিন ধরে নানা কৌশল করে আসছেন। এ নিয়ে দুটি পরিবারের দ্ব›েদ্বর কারনে ইতোপুর্বে একাধিক বার শালিসী সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। সর্বশেষ ইসমাইলের স্ত্রী সতী বেগম জানান,ঘটনার দিন গত ২ সেপ্টেম্বর সোমবার বিকেলে আমাদের ঘরের চালের উপর পড়ে থাকা প্রতিবেশী ছলেমানদের একটি শিরিষ গাছের ডাল পড়লে তা কাটতে বলি। তাঁর অভিযোগ এ নিয়ে তর্ক-বিতর্কের জেরে এক পর্যায়ে ছলেমান ঢালী, তার স্ত্রী আমেনা বেগম ও তাদের ছেলে নাজমুল পরিকল্পত ভাবে লাঠি-সোটা নিয়ে স্বামী সহ আমাকে মারপিট করে এবং দা দিয়ে মাথায় কোপ দিলে আমার মাথা ফেটে জখম হয়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার হাসপাতালে ভর্তি করেন। অসহায় এ পরিবারটি জনান, সতীর মাথায় ৪টি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় যাতে মামলা না হয় সে বিষয়ে প্রতিপক্ষরা হুমকি দিচ্ছেন বলে ইসমাইল ঢালী অভিযোগ করেন।