শরণখোলায় সোনালী ব্যাংকে ৫ লক্ষাধিক টাকার ৩৪ টি জাল এফডিআর আটক

0
479

খবর বিজ্ঞপ্তি:
শরণখোলায় সোনালী ব্যাংক রায়েন্দা বাজার শাখায় ৩৪ টি জাল (ভুয়া) ফিক্সড ডিপোজিট ধরা পড়েছে। জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো বাগেরহাটের অনুকুলে ৫ লক্ষাধিক টাকার এফডিআর ভাঙ্গানোর জন্য ব্যাংকে জমা দিলে বিষয়টি ফাঁস হয়ে যায়।
সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের অধীন মানব উন্নয়নের জন্য স্বাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষা প্রকল্প-২ এর আওতায় বাগেরহাটের জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক গত ২৬ সেপ্টেম্বর ৩৮.৩৬০.০০২.০৯৪.২০১৬-১১১ নং স্মারকে সোনালী ব্যাংকে ২০১২ সালে ইস্যু করা ৩৪ টি এফডিআর পাঠান। যার টাকার পরিমাণ ৫ লাখ ১০ হাজার। ঐ টাকা উত্তোলন করে সরকারী কোষাগারে জমা দানের অনুরোধ জানানো হয় । বৃহস্পতিবার এফডিআর (ফিক্সড ডিপোজিট) পরীক্ষা করে দেখা যায় ৩৪ টি এফডিআর সবগুলো জাল । বিষয়টি প্রকাশ হয়ে গেলে মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোনালী ব্যাংক রায়েন্দা বাজার শাখা ব্যবস্থ্পক মোঃ শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ধরণের এফডিআর সোনালী ব্যাংক রায়েন্দা বাজার শাখা থেকে ইস্যু করা হয়নি এমনকি এফডিআরের চেকের পাতায় ব্যাংক শাখার কোন সীল নেই। ওই নামে কোন হিসাবও এই শাখায় নেই।
জানতে চাইলে বাগেরহাটের জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক অগ্রজ কুমার রায় মোবাইল ফোনে বলেন, ২০১২ সালে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের মানব উন্নয়নের জন্য স্বাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষা প্রকল্প-২ এর আওতায় শরণখোলা উপজেলায় ৩৪টি কেন্দ্র খুলে বেসরকারী সংস্থা “রিক”কে কেন্দ্র পরিচালনার দায়িত্ব দেয়া হয়। নিয়মানুযায়ী রিক এনজিও’র ব্যাংকে প্রতি কেন্দ্রের অনুকুলে ১৫ হাজার টাকা করে ৩৪টি এফডিআর জমা করার কথা। রিক কর্তৃপক্ষ ২০১২ সালে ৩৪টি এফডিআরের ৫ লাখ ১০ হাজার টাকার চেক জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিসে জমা দিয়ে গেছেন। এখন সে গুলি জাল ধরা পড়লে সেজন্য দায়ী হবে এনজিও রিকের কর্মকর্তারা। বিষয়টি অচিরেই তিনি তদন্ত করে দেখবেন বলে জানান।