শরণখোলায় প্রাথমিক শিক্ষকগণ ১৩তম গ্রেড পাচ্ছেননা হিসাব রক্ষণ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ

0
159

শরণখোলা প্রতিনিধি:
শরণখোলায় হিসাব রক্ষণ অফিসের উদাসিনতায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক ১৩তম গ্রেড পাচ্ছেননা। বিষয়টিতে ইউএনও হিসাব রক্ষণ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসারের কাছে দাখিলকৃত সরকারী প্রাথমিক শিক্ষকদের অভিযোগ সূত্রে জানা যায়, অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে শরণখোলা উপজেলা শিক্ষা কার্যালয় থেকে গত ২৩ মার্চ উপজেলা হিসাব রক্ষণ অফিসারকে সহকারী শিক্ষকদের ১৩ তম গ্রেডে উন্নীত পূর্বক বেতন ভাতা নির্ধারণ করে দেয়ার জন্য একটি চিঠি দেয়া হয়। যার স্মারক নং উশিঅ/শরণ/বাগের/২০২১/১১২/২ তারিখ ২৩.০৩.২০২১।

আড়াই মাস গত হয়ে গেলেও হিসাব রক্ষণ অফিস শিক্ষকদের গ্রেড পরিবর্তন করেনি। শিক্ষকরা বারবার উপজেলা হিসাব রক্ষণ অফিসে ধর্ণা দিলেও কোন কাজ হচ্ছেনা বরং হিসাব রক্ষণ অফিসার গ্রেড পরিবর্তনের জন্য তিনি বাধ্য নন বলে শিক্ষকদের সাথে ঔদ্ধ্যত্বপূর্ণ আচরণ করেছেন বলে শিক্ষক প্রদিপ ভৌমিক, মোঃ ছদরুল হাসান ও মোঃ শাহজামানসহ কয়েকজন শিক্ষক অভিযোগ করেছেন। উপজেলা হিসাব রক্ষণ অফিসার জি এম নুরুল আমীন বলেন, অফিসে লোকবলের অভাব জুন মাসের ব্যস্ততা এবং শিক্ষা অফিসের কিছু জটিলতায় শিক্ষকদের গ্রেড পরিবর্তণের কাজ করা সম্ভব হচ্ছেনা তবে শিঘ্রই সমস্যার সমাধান করা হবে বলে তিনি জানান। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন ইত্তেফাককে বলেন, দীর্ঘ দিনেও সরকারী প্রাথমিক শিক্ষকদের গ্রেড পরিবর্তন না করায় উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে জবাব পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা টাইমস/এমআইআর