শরণখোলায় প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে ১৮টি বিদ্যালয়ে মানববন্ধন

0
448

শরণখোলা প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করার ঘটনায় আসামীদের গ্রেফতার ও দ্রুত বিচার দাবীতে রবিবার সকালে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
শরণখোলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও রায়েন্দা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান আমেদ গাজী জানান, আমড়াগাছিয়া বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সরোয়ার হোসেনকে ১০ অক্টোবর পিটিয়ে আহত করার ঘটনায় আসামীদের গ্রেফতার ও দ্রুত বিচার দাবীতে শিক্ষক সমিতির তিন দিনের কর্মসূচীর অংশ হিসেবে রবিবার সকালে উপজেলার ১৮ টি মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে শিক্ষক শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার জানান, ১২ আগষ্ট শিক্ষক সরোয়ার হোসেন বাদী হয়ে ৩ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীরা পলাতক থাকায় পুলিশ তাদের গ্রেফতার করতে পারছেনা বলে ওসি জানান।
আমড়াগাছিয়া বিদ্যালয় সূত্রে জানা যায়, ১২ অক্টোবর বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের মেম্বার জোসেফ আকন তাঁর সহযোগী শহিদুল ইসলাম ও শাহ্ আলম প্রধান শিক্ষক সরোয়ার হোসেনকে নলবুনিয়া কাঠেরপুল এলাকায় নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় ওই শিক্ষকের মোটরসাইকেল, নগদ টাকা ও সাইডব্যাগসহ মূল্যবান কাগজপত্র নিয়ে যায়। পরে আহত ওই শিক্ষককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।