শরণখোলায় প্রতিপক্ষের হামলায় গৃহবধূ আহত

0
166

শরণখোলা প্রতিনিধি:
শরণখোলায় প্রতিপক্ষের হাতুড়ী পেটায় গুরুতর আহত গৃহবধূ খাদিজা বেগম (৩০) মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নলবুনিয়া দ্বীপচর গ্রামে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন গৃহবধূ খাদিজা বেগম বুধবার দুপুরে সাংবাদিকদের কাছে অভিযোগ করে জানান, দ্বীপচর গ্রামের ভূমিদস্যু প্রকৃতির মামলাবাজ নামে খ্যাত ফজলুল হক সওদাগরের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ ও মামলা চলে আসছে। প্রতিপক্ষ ফজলু সওদাগর বিভিন্ন সময় তাদের জমি জবর দখল করে নিয়েছে। তা নিয়ে এলাকায় অনেক শালিশ বৈঠক হয়েছে কোন শালিশীর সিদ্ধান্ত না মেনে ফজলু সওদাগর তাদের প্রতিবন্ধী পরিবারের নারী সদস্যদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে চলেছে। মঙ্গলবার দুপুরে খাদিজা বেগম তার সীমানার জমিতে বেড়া দিতে গেলে ফজলু সওদাগর, তার স্ত্রী কণ্যা এবং জামাতা ইদ্রিস মোল্লা ও মাসুম হাতুড়ী লাঠি নিয়ে তার উপর আক্রমণ করে তার শরীরের নি¤œাংশে বেদম হাতুড়ী ও লাঠি পেটা করে গুরুতর আহত করে ফেলে রেখে যায় বলে অভিযোগে জানান । পরে রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।