শরণখোলায় নির্বাচনী সহিংসতায় আহত-৩ : কেটে ফেলা হয়েছে বাগানের আম ও কলা গাছ

0
172

শরণখোলা প্রতিনিধি:
শরণখোলায় নির্বাচনী সহিংসতায় হামলার প্রতিশোধে পাল্টা হামলায় পিতাপুত্র ৩ জন গুরুতর আহত হয়েছে। এ সময় প্রতিপক্ষের বাগানের কলা ও আম গাছ কেটে ফেলা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামে সোমবার (২২ মার্চ) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে। পরিস্থিতি ক্রমান্বয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। শরণখোলা থানার মামলা ও ভূক্তভোগীদের সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বচনে সাউথখালী ইউনিয়নের সোনাতলা ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম ডালিমের সমর্থক মুজিবর হাওলাদার (৫৫) ও তার দুইপুত্র হেলাল হাওলাদার (৩৪) ও কাওসার হাওলাদার (২৬) সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাদের বাড়ীর সামনে দাড়িয়ে থাকা অবস্থায় মেম্বার প্রার্থী জাহাঙ্গীর হোসেনের সমর্থকরা অতর্কিতে দা লাঠি নিয়ে তাদের উপর হামলা করে। হামলায় পিতাপুত্র ৩ জন গুরুতর জখম হয়। হামলাকারীরা যাওয়ার সময় পার্শ্ববর্তী দেলোয়ার হাওলাদারের বাগানের ১৫টি আম ও ২০টি কলা গাছ কেটে ফেলে রেখে যায়। পরে রাত সাড়ে ১০টার দিকে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর আগে ১৯ মার্চ সকালে মেম্বার ডালিমের সমর্থকরা উত্তর সোনাতলা গ্রামে জাহাঙ্গীরের সমর্থকদের উপর হামলা চালালে ১৬ জন গুরুতর আহত হয় এ ঘটনায় প্রায় অর্ধশত জনের নামে থানায় মামলা করা হয়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, পরিস্থিতি ক্রমান্বয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। শরণখোলা থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, এ ব্যপারে আলমগীর হোসেন বাদী হয়ে থানায় ১৫ জনের নামে একটি মামলা দায়ের করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সোনাতলা এলাকায় পুলিশ টহল দিচ্ছে এবং বুধবার ঐ এলাকায় আইনশৃংখলা মিটিং করা হবে বলে ওসি জানান।