শরণখোলায় ধানসাগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ভবন পরিত্যাক্ত : পাঠদান কার্যক্রম বিঘ্নিত

0
217

শরণখোলা প্রতিনিধি :
শরণখোলার ধানসাগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনটি দুই যুগেও সংস্কার হয়নি। ভবনটি পরিত্যাক্ত ঘোষণায় ব্যহত হচ্ছে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম।
ধানসাগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম জানান, উপজেলা সদর থেকে প্রত্যন্ত অঞ্চলের এ বিদ্যালয়ে তিনশরও বেশী নিয়মিত শিক্ষার্থী রয়েছে। ১৯৯৬ সালে নির্মীত বিদ্যালয়ের একাডেমিক ভবনটি দুইযুগেও অর্থের অভাবে সংস্কার করা যায়নি ফলে ভবনটি জরাজীর্ন ও ভগ্নদশায় পরিণত হয়েছে। ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে। পিলার ভেঙ্গে রড বের হয়ে তাতে মরিচা ধরেছে। ফ্লোর দেবে গেছে। দেয়ালে ফাটল দেখা দিয়েছে। ফলে শ্রেণী কক্ষে পাঠদান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শ্রেণী কক্ষে পলেস্তরা খসে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাও ঘটেছে। যে কারণে শিক্ষার্থীরা শ্রেণী কক্ষে প্রবেশ করতে অনীহা প্রকাশ করে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন বলেন, ধানসাগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনটি অনেক আগেই পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। সরকারী বরাদ্দ না পেলে নতুন ভবন নির্মাণ করা যাচ্ছেনা।