শরণখোলায় জেলা প্রশাসকের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শণ ও ক্ষতিপূরণের চেক বিতরণ

0
115

শরণখোলা প্রতিনিধি:
শরণখোলায় বাগেরহাটের জেলা প্রশাসক শনিবার (১২ জুন) সকালে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শণ ও অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের চেক বিতরণ করেছেন। শনিবার সকালে শরণখোলা উপজেলা সদরের জিলবুনিয়া এলাকায় ওয়াপদা বেরিবাঁধের উপরে দাড়িয়ে পানি উন্নয়ন বোর্ডের বেরিঁবাধের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের চেক ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিতরণ করেন বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিনুজ্জামান, শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন ও খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন। ক্ষতিগ্রস্থ ২২টি পরিবারের মাঝে ৭৬ লাখ টাকার চেক বিতরণ শেষে জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, বাগেরহাট জেলা প্রশাসনে কোন দূর্ণীতিবাজের স্থান নেই কেউ কোন ঘুষ বা চাঁদা দাবী করলে তাকে সরাসরি জানানোর জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। এরপরে জেলা প্রশাসক উপজেলার গোলবুনিয়া গ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর অর্থায়নে নির্মীত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শণ করেন।

খুলনা টাইমস/এমআইআর