শরণখোলায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0
299

শরণখোলা আঞ্চলিক অফিস:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাগেরহাটের শরণখোলার তিনটি বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করেছেন। রবিবার সকাল ১০টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রসমন দিবসে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে আশ্রয়কেন্দ্রগুলো উপকূলবাসীকে উপহার দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকন ফিতা কেটে নামফলক উন্মোচন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তাব্য রাখেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রনজিৎ সরকার, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, মহিলা দাখিল মাদরাসার সহকারী সুপার মাওলানা ইসতিয়াক, আশ্রয়কেন্দ্র নির্মানের ঠিকাদার গোলাম মোস্তফা মধু।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রনজিৎ কুমার জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্ত, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে প্রতিটি আশ্রয়কেন্দ্র নির্মানে দুই কোটি আট লাখ টাকা ব্যয় হয়েছে। বহুমূখী এ আশ্রয়কেন্দ্রগুলো প্রতিবন্ধীবান্ধব। এছাড়াও উন্নত স্যানিটেশন, বৃষ্টির পানি সংরক্ষণসহ সোলার ও বিদ্যুৎ সুবিধা রয়েছে এতে। শরণখোলায় নির্মিত আশ্রয়কেন্দ্র তিনটি হচ্ছে, উপজেলা সদরের শরণখোলা মহিলা দাখিল মাদরাসা, জনতা মাধ্যমিক বিদ্যালয় ও রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়।
এর আগে সকাল ৯টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ প্রতিপাদ্যের আলোকে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।