লস্করের ইউপি সদস্যকে লাঞ্ছিত অফিস ভাংচুরের ঘটনায় আটক-১

0
235

কপিলমুনি প্রতিনিধি: সাতক্ষীরা কপিলমুণি উপজেলার লস্কর ইউনিয়ন পরিষদের সদস্য হাসানুজ্জামানকে শারীরিকভাবে লাঞ্ছিত ও পরিষদের অফিস কক্ষ ভাংচুরের ঘটনার ১০দিন পর থানা পুলিশ মামলা রেকর্ডপূর্বক আসামীদের এক জন দিদারকে আটক করেছে। ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা বিরাজ করছে বলে জানানো হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি লস্কর ইউনিয়ন পরিষদের ভিতরে উপজেলার আলমতলা এলাকার জনৈক লিটনের সাথে একই এলাকার বাবু সানার ছেলে রিপন সানা ও শরিফুল সানার ছেলে দিদারুল সানাসহ অজ্ঞাত ৪/৫জন ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়ে। এ সময় ইউপি সদস্য হাসানুজ্জামান প্রতিবাদ করলে রিপন ও দিদার তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। ঐসময় তারা ইউনিয়ন পরিষদের অফিস রুমে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে ক্ষতিসাধন করে।
এ ঘটনায় ইউপি সদস্য হাসানুজ্জামান বাদী হয়ে ঐদিনই থানায় একটি এজাহার দাখিল করলেও ১০ দিন অতিবাহিত হওয়ার পর বুধবার থানা পুলিশ মামলাটি রেকর্ড করে আসামী দিদারকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।