লকডাউনে ১ম দিনেই সরকারী নির্দেশনা উপেক্ষা : নিয়ন্ত্রনে খানজাহান আলী থানা পুলিশ

0
151

ফুলবাড়ীগেট প্রতিনিধি:
সারাদেশে করোনা সংক্রামণব্যাধি এবং মৃত্যুর উর্ধ্বগতি রুখতে জারী করা লকডাউনের সরকারী নির্দেশনার ১ম দিনে ৫ এপ্রিল সোমবার খানজাহান আলী থানা এলাকার ফুলবাড়ীগেট মহাসড়ক ও বাজার এলাকায় গণপরিবহন বাস ছাড়া সড়কে ছিল প্রাইভেটকার, মাইক্রোবাস, মাহেন্দ্র, ইজিবাইক, সিএনজি, মটারসাইকেলসহ সকল ধরনের যাববাহন। ফুলবাড়ীগেট বাজারের অধিকাংশ দোকানপাট ছিল খোলা। সড়ক এবং বাজার গুলোর দিকে তাকালে মনে হয়না লকডাউন চলছে। বেলা ১১টায় খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাসের নেতৃত্বে থানার অফিসার এবং ফোর্সদের নিয়ে সড়কে যানচলাচলে দিক নির্দেশনা দেন এবং মাস্ক পরিধান করে, স্বাস্থবিধি মেনে সকলকে চলাচলের জন্য নির্দেশনা দেন। তাদের তৎপরতায় কিছুটা নিয়ন্ত্রনে আসে, পরবর্তীতে ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলীকে সাথে নিয়ে ফুলবাড়ীগেট বাজার এলাকার শপিংমলগুলো বন্ধ করে দেন এবং নিত্য প্রয়োজনীয় দোকানপাট গুলো স্বাস্থবিধি মেনে কেনাবেচার জন্য নির্দেশনা দেন। সাথে সাথে সরকারী নির্দেশনা মোতাবেক বিকাল ৪ টার মধ্যে সকল দোকানপাট বন্ধ করার জন্য বলেন। ওসি প্রবীর কুমার বিশ্বাস আরো বলেন করোনা সংক্রামণরোধে সরকারী নির্দেশনা মেনে লকডাউন চলাকালে করোনা ভাইরাসের সংক্রামণের হাত থেকে নিজেকে এবং পরিবারকে রক্ষাকরতে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধ করে বলেন, বিশেষ জরুরী হলে মাস্ক পরিধান করে প্রয়োজনীয় কাজ শেষে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ জানান।