লকডাউনের মেয়াদ বেড়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

0
236

খুলনাটাইমস স্পোর্টস : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে ভারতে লকডাউনের মেয়াদ বেড়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানোর ঘোষণা দেন। এতে আবারো আইপিএলের ভবিষ্যতও অনিশ্চয়তার মুখে পড়ে যায়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি সূত্র জানায়, আইপিএলও ৩ মে পর্যন্ত আপাতত স্থগিত করা হচ্ছে। আইপিএল নিয়ে পরবর্তী সিদ্ধান্ত লকডাউন শেষেই নেয়া হবে। গেল মাসের ২৯ মার্চ থেকে আইপিএল শুরুর নির্ধারিত সূচি ছিলো। কিন্তু ভারতে ১৫ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষনা করলে, আইপিএলও শুরু সম্ভাবনা পিছিয়ে যায়। জল্পনা-কল্পনা আছে, টি-২০ বিশ্বকাপ পিছিয়ে গেলে অক্টোবর-নভেম্বরের উইন্ডোতে আইপিএল হতে পারে। কিন্তু বিসিসিআই-এর কোষাধ্যক্ষ অরুণ ধুমল সেই সম্ভাবনাকে উড়িয়ে দেন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া যদি ছ’ মাসের জন্য লকডাউন থাকে, তা হলে তাদের ক্রিকেটারদের কীভাবে আসবে। তাই এখন আইপিএল নিয়ে কোন ভবিষ্যদ্বাণী করা যাচ্ছে না।’