রোহিঙ্গা ক্যাস্পে ফের আগুন, ফায়ার সার্ভিস কর্মীদের ওপর হামলা

0
160

টাইমস ডেক্স:কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে উখিয়ার বালুখালী ক্যাম্প-১০ এর এইচ বøকে আগুন লাগে। এতে কয়েকটি ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। আগুনের বিষয়টি নিশ্চত করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন) এর অধিনায়ক শিহাব কায়সার খান বলেন, ‘ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে আমাদের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি এখন বলা যাচ্ছে না।’ এদিকে আগুন নেভাতে গিয়ে রোহিঙ্গাদের হামলার শিকার হয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. ইমদাদুল হক লিটক বলেন, ‘বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাÐের খবর পেয়ে আমাদের একটি দল সেখানে পৌঁছে আগুন নেভাতে শুরু করে। এ সময় হঠাৎ রোহিঙ্গাদের একটি দল ক্ষিপ্ত হয়ে তাদের ওপর ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় আমরা পুলিশের সহায়তায় সেখান থেকে চলে আসি। কী কারণে তারা আমাদের ওপর হামলা করেছে, বিষয়টি বুঝতে পারছি না।’ তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে চলে বলে জানান এ কর্মকর্তা। এরআগে, ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১১ জন রোহিঙ্গা। সে সময় ১০ হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছিল।