রূপসায় সরকারী রাস্তা দখল করায় ইউএনও’র নিকট অভিযোগ

0
226

রূপসা প্রতিনিধি :
রূপসায় সরকারী রাস্তা দখল ও গাছ বিক্রয়ের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা জাকির বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা এলাকায় সামন্তসেনা মৌজার জেএল নং এস এ ৩৭ নং স্থলে আর এস ৪৪নং এর মধ্যে আর এস ৫৪৬ নং খতিয়ানে ২৪৭ দাগে ০.২০ একর জমির উপর জনগণের চলাচলের জন্য সরকারী ভাবে রাস্তা রয়েছে। রাস্তাটি অত্র এলাকার আনসার আলী খানের ছেলে নজরুল ইসলাম খান জোর পূবর্ক বে-আইনি ভাবে দখল করে রেখেছে। পাশ্ববর্তী জাকির হোসেনের ব্যক্তিগত জমিতে সরকারী রাস্তা হিসেবে চলাচল করিতেছে। বিষয়টি জাকিরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা নজরুলকে সরকারী রাস্তা ছেড়ে দিতে বলিলে তিনি তাদের কথায় কর্ণপাত না করে বরং জাকিরকে মারধরও হুমকি দিয়ে যাচ্ছে। সরকারী রাস্তায় লক্ষাধীক টাকার কয়েকটি গাছ রয়েছে। যা বিক্রয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে নজরুল। সরকারী রাস্তা উদ্বারের দাবিতে ১৫ মার্চ জাকির হোসেন বাদী হয়ে রূপসা উপজেলার নির্বাহী কর্মকর্তার লিকিট লিখিত অভিযোগ দায়ের করেছেন।