রিয়ালের ইয়োভিচ সার্বিয়ায় তোপের মুখে

0
272

খুলনাটাইমস স্পোর্টস: কোয়ারেন্টিনে থাকার সময়সীমা শেষ হওয়ার আগেই ঘর থেকে বেরিয়ে নিজের দেশ সার্বিয়ায় তোপের মুখে পড়েছেন লুকা ইয়োভিচ। প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ ও প্রধানমন্ত্রী আনা ব্রানাবিচ রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের কড়া সমালোচনা করেছেন। করোনাভাইরাসের কারণে স্প্যানিশ লা লিগা বন্ধ থাকায় সার্বিয়ায় ফেরেন ইয়োভিচ। নির্দেশ ছিল দেশে ফিরে কোয়ারেন্টিনে থাকার। কিন্তু বৃহস্পতিবার তাকে বেলগ্রেডের রাস্তায় দেখা যাওয়ার পর শুরু হয় সমালোচনা। এতে সুর মিলিয়েছেন প্রধানমন্ত্রী ব্রানাবিচ। “দুর্ভাগ্যক্রমে, আমাদের ফুটবল তারকা আমাদের জন্য নেতিবাচক উদাহরণ দাঁড় করিয়েছেন। তারা লক্ষ লক্ষ উপার্জন করে এবং দেশে ফেরার পর বাধ্যতামূলক সেলফ-আইসোলেশনের আদেশ অগ্রাহ্য করে।” ইয়োভিচকে শাসিয়ে প্রেসিডেন্ট ভুচিচ বলেছেন, আবার অ্যাপার্টমেন্ট থেকে বের হলে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে আটক করা হবে। “আমি মনে করি, সে যা করেছে এর জন্য সে অনুতপ্ত। তবে আমি তার কাছে এটা পরিষ্কার করতে চাই, তার লক্ষ লক্ষ উপার্জনের চেয়ে আমাদের মানুষের জীবন বেশি গুরুত্বপূর্ণ।” ইয়োভিচ নিজে অবশ্য তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন, “যদি আমি কারও সামান্যতম ক্ষতি করে থাকি অথবা কাউকে বিপদের মধ্যে ফেলে থাকি তবে সবার কাছে ক্ষমা চাইছি।”“আমি খুব দুঃখিত যে, কিছু মানুষ তাদের কাজ পেশাদারিত্বের সঙ্গে পালন করেনি এবং আইসোলেশনে কেমন আচরণ করব তার কড়া নির্দেশনা দেয়নি।” বান্ধবীর জন্মদিন উদযাপনের জন্য বের হয়েছিলেন বলে দেশটির কিছু পত্রিকা দাবি করেছে, তবে তা অস্বীকার করেছেন ইয়োভিচ। ২২ বছর বয়সী এই তরুণ ফুটবলার জানান, মাদ্রিদ ছাড়ার আগে ও দেশে ফিরে দুইবারই করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ ছিলেন তিনি।