রামপাল পাওয়ার প্লান্ট বহুমুখি সামাজিক কর্মকান্ডও করছে : কেসিসি মেয়র

0
444

খবর বিজ্ঞপ্তি: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, রামপাল পাওয়ার প্লান্ট সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বহুমুখি সামাজিক কর্মকান্ড পরিচালনা করছে। রামপাল-মোংলাসহ এ অঞ্চলের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে এসব সেবামুলক কর্মকান্ডও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। খুব শিঘ্রই এই কেন্দ্রের উৎপাদিত বিদ্যুত দেশের অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। সিটি মেয়র রবিবার সকালে গৌরম্ভা ইউনিয়ন পরিষদ চত্বরে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বিআইএফপিসিএল’র প্রকল্প পরিচালক এস সি পান্ডের সভাপতিত্বে উপ-প্রকল্প পরিচালক মো: রেজাউল কবির, রামপাল উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হোসেন, কোম্পানির ডিজিএম এইচ আর সিদ্ধার্থ মন্ডল, পাবলিক রিলেশনের ডেপুটি ম্যানেজার তরিকুল ইসলাম, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।