রামপালে প্রথম করোনা টিকা নিলেন নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস

0
204

রামপাল প্রতিনিধি:
রামপালে প্রথম করোনার টিকা নিয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ^াস। রোববার (০৭ ফেব্রæয়ারী) সকাল ১১ টায় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা কার্যক্রমের আয়োজন করা হয়। এরপর করোনার টিকা নেন রামপাল থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম ও এসআই মনিরুল ইসলাম। টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুকান্ত কুমার পাল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীর জন্য যে করোনার টিকা ব্যাবস্থা করেছেন তার জন্য ধন্যবাদ জানাই। রামপালে ৫ হাজার ডোজ করোনার টিকা এসেছে, তার মধ্যে আজ ৬৩ জনকে করোনার টিকা প্রয়োগ করতে পারবো।
ইউএনও সাধন কুমার বিশ^াস জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনার টিকা নিয়ে আমরা যেটা দেখি সেটা নিছকই গুজব। আমি করোনার টিকা নিয়েছি, আমার কোনো পাশ^প্রতিক্রিয়া হয়নি। সাধারন যে টিকাগুলো আমরা নিয়ে থাকি এগুলো তার মতই। তিনি সবাইকে করোনার টিকা গ্রহনের আহব্বান জানিয়েছেন।