রামপালে তামার পয়সাসহ গ্রেফতার-১

0
200

নিজস্ব প্রতিবেদক:
র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানী) এর অভিযানে তামার পয়সাসহ ১ প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ১ টি তামার পয়সা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। গত রোববার বাগেরহাটের রামপাল তানাধীন গোবিন্দপুরের তেতুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সাইফুল ইসলামকে আটক করা হয়। তিনি রামপাল থানার শ্রীকলস ১নং ওয়ার্ডের মোঃ জালাল উদ্দিন শেখের ছেলে। পরে আসামীকে বাগেরহাট জেলার রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্রে জানা যায়, র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানী) গোপন সংবাদের মাধ্যমে জানতে পারনে যে, বাগেরহাট জেলার রামপাল থানাধীন গোবিন্দপুর গ্রামের তেতুলিয়া ব্রিজ সংলগ্ন আলাউদ্দিন বেপারীর চায়ের দোকানের সামনে কতিপয় ব্যক্তি তামার পয়সা সাদৃশ্য বস্তুকে মূল্যবান পয়সা বলে ক্রয়-বিক্রয় করছিলো। এরুপ সংবাদের ভিত্তিতে রোববার (১ অক্টোবর) উক্ত স্থানে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের সদস্য মোঃ সাইফুল ইসলাম(৪০)কে আটক করে। এসময় ঘটনাস্থল হতে অন্য এক সদস্য মোঃ সেকেন্দার শেখ (৫৫) পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর দেহ তল্লাশি করে ১ টি তামার পয়সা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে জানায়, সে পলাতক আসামীর সাথে পরস্পর যোগসাজসে মানুষের সাথে প্রতারণা করে ভুল বুঝিয়ে তামার পয়সা সাদৃশ্য বস্তুকে মূল্যবান পয়সা বলে বিভিন্ন লোকজনের কাছে বিক্রি করে আসছে। পরে আসামীকে বাগেরহাট জেলার রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।