রামপালে ‘ইয়াস’ দূর্গত মানুষের পাশে দাঁড়ালেন ভিপি সোহেল

0
196

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:

রামপালে ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবের সাথে পূর্নিমার জোয়ারের পানির তোড়ে প্লাবিত হয়েছে বাঁশতলী ইউনিয়নের বিভিন্ন এলাকা ৷ গোটা এলাকা এখন পানিতে একাকার ৷ চরম দূর্ভোগে এলাকার সাধারণ মানুষ ৷ বসতবাড়ি ও রান্নার স্থান পানিতে তলিয়ে সয়লাব ৷ রান্না করতে না পেরে শুকনো খাবার খেয়ে দিন কাটাচ্ছে বহু মানুষ ৷

স্থানীয়দের আয়ের একমাত্র উৎস্য শতশত বিঘা মৎস্য ঘের তলিয়ে গেছে পানিতে ৷ এই বিপর্যয়ের মুখে মানুষের পাশে দাঁড়ালেন বাঁশতলী ইউপিতে বিনা প্রতিদন্ধিতায় নব নির্বাচিত চেযারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল (ভিপি সোহেল) ৷ এদিন সকাল থেকেই তিনি ইউনিয়নের বেশকটি গ্রাম ঘুরে দূর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন ৷

এ সময় তিনি দূর্গত মানুষের মাঝে নগদ অর্থ সাহায্য বিতরণ করেন ৷ এর আগেও করোনা পরিস্থিতিতে সহায়তা নিয়ে তিনি দুঃস্থ অসহায় মানুষের দুয়ারে দুয়ারে ছুটেছেন ৷ একদিকে করোনা অন্যদিকে প্রাকৃতিক দূর্যোগের কারনে চরম সংকটের সময়ে তাকে পাশে পেয়ে আপ্লুত স্থানীয়রা ৷

খুলনা টাইমস/এমআইআর