শরণখোলার সাউথখালী ইউনিয়নে ২ শতাধিক পরিবার জোয়ারে ভাসছে

0
157

শরণখোলা প্রতিনিধি:
শরণখোলার সাউথখালী ইউনিয়নে ঘূর্ণীঝড় ইয়াসের জলোচ্ছাসে রিংবাধ ভেঙ্গে যাওয়ায় দুই শতাধিক পরিবার জোয়ারে ভাসছে। পরিবার সমূহের রান্নাবান্না বন্ধ হওয়ায় তারা অন্যের বাড়ীতে আশ্রয় নিয়েছেন। সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন জানান, ঘূর্ণীঝড় সিয়াসের জলোচ্ছাসে সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামের রিংবাধ ভেঙ্গে খুড়িয়াখালী ও চালিতাবুনিয়া গ্রাম পানিতে তলিয়ে যায়। দু’শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে। নদীর জোয়ারে এসব পরিবারের বাড়ীঘর ভেসে যায় আবার ভাটার টানে শুকিয়ে যায়। পরিবার সমূহ রান্নাবান্না করতে না পারায় আত্মীয়স্বজনের বাড়ীতে আশ্রয় নিয়েছেন বলে স্থানীয় ওয়ার্ড মেম্বার বাচ্চু মুন্সী জানান।

খুড়িয়াখালী গ্রামের নুপুর বেগম ও চালিতাবুনিয়া গ্রামের আঃ খালেক তালুকদার বলেন, জোয়ারের পানিতে বাড়ীঘর ডুবে থাকায় গত তিন দিন যাবৎ তাদের বাড়ীতে রান্নাবানা হয়না এ জন্য মানুষের বাড়ীতে সাময়িক আশ্রয় নিয়েছেন বলে তারা জানান। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন জানান, খুড়িয়াখালী গ্রামের ভেঙ্গে যাওয় রিংবাধ দ্রুত মেরামতের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

খুলনা টাইমস/এমআইআর