রাজধানীতে ধারালো অস্ত্রসহ ৬ ছিনতাইকারী গ্রেফতার

0
246

খুলনাটাইমস: রাজধানীর কামরাঙ্গীরচর থেকে ধারালো অস্ত্রসহ ছয়জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল বুধবার বেলা পোনে ১২ টায় র‌্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত রাতে কামরাঙ্গীচরের পূর্ব রসুলপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এরা হলেন-চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার আমির হোসেনের ছেলে মো. জুয়েল (২১), মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মৃত আনোয়ারুল মিয়ার ছেলে মো. হৃদয় মিয়া (২১), সিরাজদিখান উপজেলার জাহাঙ্গীর শেখের ছেলে মো রনি (২০), কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার মো রফিকুল ইসলামের ছেলে মো শামীম (২১), কামরাঙ্গীচরের মো শাহ আলমের ছেলে মো রাশেদ (২১) ও শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার মো লিটন বেপারীর ছেলে মো রফিক (২০)। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ওই ছয় তরুণ ছিনতাইকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর কামরাঙ্গীরচর ও লালবাগের আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি করে আসছে। রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো রেজাউল করিমের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬টি চাকু, ১২টি ব্লেড ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতার সবার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।