গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ অব্যাহত

0
232

খুলনাটাইমস: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে গতকাল বুধবার দ্বিতীয় দিনের মত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দুইটি কারখানার শ্রমিকরা। সকাল ৮টার দিকে শ্রমিকরা জয়দেবপুর-চান্দনা চৌরাস্তা সড়ক অবরোধ করে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত মঙ্গলবারও বিক্ষোভ করে স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ার্নস বাংলাদেশ লিমিটেড কারখানার শ্রমিকরা। কারখানা দুই এক মালিকাধীন বলে জানা গেছে। গাজীপুরে মেট্ট্রো পলিটন সদর থানার ওসি আলমগীর হোসেন জানিয়েছেন, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে সড়কে অবস্থান করছে। তবে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নিতে চেষ্টা চলছে বলেও জানান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের কারণে চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুরের শিববাড়ি মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। মালিকপক্ষ শ্রমিকদের গত অক্টোবর ও নভেম্বর মাসের বকেয়া বেতন বারবার সময় দিয়েও পরিশোধ করতে পারেনি। পরে গত মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে শ্রমিকরা বেতনের দাবিতে কারখানার সামনে ওই সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। হেঁটে যেতে হয় হাজারো লোকজনকে। পরিস্থিতি শান্ত রাখতে কারখানা এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।