যুদ্ধাপরাধী আজহারের রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ, রিভিউ করবে আসামিপক্ষ

0
273

খুলনাটাইমস: একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদ-াদেশ বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল বৃহস্পতিবার সকালে রায়ের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম গণমাধ্যমকে বলেন, এ মামলায় ট্রাইব্যুনাল আজহারকে তিনটি অভিযোগে মৃত্যুদ- দিয়েছিলেন। আপিল বিভাগও এ রায় বহাল রেখেছেন। রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। আশা করি, শিগগির রায় কার্যকর হবে। এ রায়ের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের আত্মা শান্তি পাবে। গতকাল বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজহারের মৃত্যুদ-ের রায় বহাল রাখেন। রায়ের পর এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন জেয়াদ আল মালুম। তবে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হলেও আজহারুল ইসলামের মৃত্যুদ- বহাল রাখায় তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে মন্তব্য করেছেন তাঁর প্রধান আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন। জ্যেষ্ঠ এ আইনজীবী বলেন, অধিকাংশ বিচারকের মতামতের ভিত্তিতে আপিল বিভাগ মৃত্যুদ- বহাল রেখেছেন। আমরা অতীতে দেখলাম, ট্রাইব্যুনালে যা দেওয়া হয়, আপিল বিভাগ তা বহাল রাখেন। এ টি এম আজহারের রায়ও তাই হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজহারের মৃত্যুদ-ের রায় বহাল রাখেন। রায়ের পর এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন খন্দকার মাহাবুব হোসেন। আপিল বিভাগের বৃহস্পতিবারের কার্যতালিকায় রায় ঘোষণার জন্য মামলাটি এক নম্বরে রাখা ছিল। আজহারের প্রধান আইনজীবী আরো বলেন, রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর আমরা আসামির সঙ্গে পরামর্শ করে রিভিউ করব। আমরা আশাবাদী, রিভিউতে অন্তত ফাঁসির আদেশটা থাকবে না। ১৫ দিনের মধ্যে রিভিউ করতে হবে বলে জানান তিনি। অপর আইনজীবী মতিউর রহমান আকন্দ বলেন, যে তিনটি অভিযোগে মৃত্যুদ- বহাল রাখা হয়, এর একজন সাক্ষীও সঠিক বলেননি। একজন সাক্ষী বলেছেন, তিনি তিন কিলোমিটার দূর থেকে দেখেছেন, অপরজন ছয় কিলোমিটার দূরে থেকে দেখেছেন। আরেক সাক্ষী বলছেন, কারমাইকেল কলেজে এ টি এম আজহারের ক্লাসমেট ছিলেন। অথচ এ টি এম আজহার ১৯৬৮ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে বের হন। আর ওই সাক্ষী কলেজে প্রবেশ করেন ১৯৭০ সালে। এ রায়ে ন্যায়বিচার বঞ্চিত হয়েছি। রিভিউ করা হবে।