যুক্তরাষ্ট্রের ১৭শ’ পণ্যে শুল্ক কমাল চীন

0
378

খুলনাটাইমস অর্থনীতি :যুক্তরাষ্ট্র থেকে আমদানি ১ হাজার ৭০০ পণ্যে আরোপ করা শুল্কের পরিমাণ কমিয়েছে চীন। চীন কর্তৃপক্ষ বলছে, কিছু পণ্যে ১০ থেকে ৫ আর কিছু পণ্যে ৫ থেকে আড়াই শতাংশে নামিয়ে আনা হবে শুল্ক।প্রায় ৭ হাজার ৫শ’ কোটি ডলারের আমদানি পণ্যে শুল্ক কমিয়ে আনছে চীন, যা কার্যকর হবে ১৪ ফেব্রুয়ারি। এর বিপরীতে ইতিবাচক সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্রও। কয়েক বছর ধরেই শুল্কারোপ পাল্টা শুল্কারোপে চলছে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ। করোনার প্রকোপে ক্ষতিগ্রস্ত চীন এখন নতুন করে সম্পর্ক বৈরী করতে চায় না। এ কারণে যুক্তরাষ্ট্রের পণ্যের আমদানি ২০ হাজার কোটি ডলার পর্যন্ত বাড়াতে আগ্রহী চীন। এ ঘোষণার পর চাঙ্গা হয়েছে এশিয়ার শেয়ারবাজার।