যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা নয়: ইরানের সর্বোচ্চ নেতা

0
304

খুলনাটাইমস বিদেশ :ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশের কোনও আলোচনা হবে না। আর তেহরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের যে নীতি ওয়াশিংটন গ্রহণ করেছে তাও ব্যর্থ হয়েছে। মঙ্গলবার তেহরানে আলেমদের উচ্চতর ডিগ্রি অর্জনের ক্লাস নিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, বর্তমান পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে আলোচনায় বসার অর্থ হবে ওয়াশিংটনের অযৌক্তিক চাপের কাছে আত্মসমর্পণ করা। তারা নিজেদের দাবি-দাওয়া ইরানের ওপর চাপিয়ে দেবে আর বলে বেড়াবে তেহরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে কাজ হয়েছে।তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় কোনও ধরনের আলোচনা হবে না। প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রী; কোনও পর্যায়েই আমেরিকার সঙ্গে কোনও আলোচনা নয়।সর্বোচ্চ নেতা বলেন, আমেরিকা ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে গত বছর বেরিয়ে গেছে। এখন অনুশোচনা প্রকাশ করে তাতে যদি তারা ফিরে আসে তাহলে ওই সমঝোতার গঠন কাঠামোর আওতায় ওয়াশিংটনের সঙ্গে বহুপক্ষীয় আলোচনায় বসবে তেহরান। অন্যথায় নিউ ইয়র্ক বা অন্য কোথাও কোনও মার্কিন কর্মকর্তারা সঙ্গে ইরানের কোনও কর্মকর্তা আলোচনায় বসবেন না।এ মাসের শেষ দিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের অবকাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সম্ভাব্য বৈঠক নিয়ে যখন সংবাদমাধ্যমে আলোচনা চলছে ঠিক সেই সময়ে নিজ দেশের অবস্থান পরিষ্কার করলেন ইরানের সর্বোচ্চ নেতা।২০১৫ সালে পরমাণু সমঝোতায় সই করে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল ওয়াশিংটন। কিন্তু ২০১৮ সালের মে মাসে ওই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর সেসব নিষেধাজ্ঞা পুনর্বহাল করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আমেরিকানরা একবার নিঃশর্ত আলোচনার কথা বলে আরেকবার ১২টি শর্তে আলোচনা হতে পারে বলে ঘোষণা করে। এ ধরনের বক্তব্য হয় তাদের অসংলগ্ন নীতির বহিঃপ্রকাশ অথবা প্রতিপক্ষকে বিভ্রান্ত করার অপচেষ্টা। অবশ্য ইরান বিভ্রান্ত হবে না। কারণ, আমরা আমাদের চলার পথ বেছে নিয়েছি। আমরা জানি আমরা কি করছি।তিনি বলেন, বিগত ৪০ বছর যাবত আমেরিকা ইরানকে পরাভ‚ত করার লক্ষ্যে নানা ধরনের ছলচাতুরি ও ক‚টকৌশল অবলম্বন করেছে। কিন্তু প্রতিটি ক্ষেত্রে তারা উল্টো ইরানের কাছে ধরাশায়ী হয়েছে। এবারও আল্লাহতায়ালার ইচ্ছায় আমেরিকার কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি চ‚ড়ান্তভাবে ব্যর্থ হবে এবং ইরান বিজয়ীর বেশে ঘরে ফিরবে। সূত্র: পার্স টুডে।