যুক্তরাজ্যে করোনাভাইরাস আক্রান্ত প্রথম রোগী সনাক্ত

0
225

খুলনাটাইমস বিদেশ : যুক্তরাজ্যে প্রথমবারের মতো দুইজনের শরীরে প্রাণঘাতী নভেল কোরানাভাইরাস ধরা পড়েছে বলে জানিয়েছেন ইংল্যান্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা। বিবিসি জানায়,ভাইরাস আক্রান্ত দুইজনই একই পরিবারের সদস্য এবং তাদেরকে ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) বিশেষ তত্ত্ববধানে রাখা হয়েছে। তবে তাদের পরিচয় সম্পর্কে বিশদ আর কিছু জানানো হয়নি এবং তাদেরকে কোথায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে তাও জানা যায়নি। চীনে প্রাদুর্ভাব ঘটা এই নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত অন্তত ২১৩ জনের মৃত্যু হয়েছে। বেশির ভাগই মারা গেছে হুবেই প্রদেশে।ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে আরো হাজার হাজার মানুষ। আর চীনের বাইরে ১৮ টি দেশে অন্তত ৯৮ জন এ ভাইরাস আক্রান্ত হয়েছে। ইংল্যান্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা প্রফেসর ক্রিস উিইটি বলেছেন, “এনএইচএস ভালোভাবে প্রস্তুত এবং সংক্রমণ মোকাবেলার ব্যবস্থা নিতে পারঙ্গম। এ ব্যাপারে এরইমধ্যে কাজ শুরু হয়েছে এবং আক্রান্ত দুইজনের সঙ্গে কারো সংস্পর্শ ঘটেছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে। যাতে ভাইরাসটি ছড়িয়ে পড়া ঠেকানো যায়।”