যশোরে জমির বিরোধে প্রতিবেশীকে হত্যার অভিযোগ

0
233

খুলনাটাইমস: যশোরে জমির বিরোধের জেরে শাবলের আঘাতে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। গতকাল শনিবার জেলা শহরের বারান্দীপাড়া আমতলায় এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান (৪৭) বারান্দীপাড়া আমতলার বাসিন্দা। যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে জমি নিয়ে কোন্দলে একজনকে শাবল দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। নিহত আবদুর রহমানের মেয়ে আইরিন আফরিন রিধু বলেন, একটি জমি নিয়ে তাদের সঙ্গে প্রতিবেশী আবদুল কুদ্দুস ওরফে মেটে কুদ্দুসের বিরোধ রয়েছে। এ নিয়ে তার বাবা আবদুর রহমান আদালতে মামলা করেন। আদালতের রায় তাদের পক্ষে আসে। এরপরও জমির দখল ছাড়েননি কুদ্দুস। আফরিন বলেন, তারা এ বিষয়ে থানায় জানালে পুলিশও দখল ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির এক নেতা দখলদারের পক্ষ নিয়ে ওই জমি তাদের আধাআধি ভাগ করে দিতে চায়। এতে তার বাবা রাজি না হওয়ায় তার প্রতি ক্ষুব্ধ হয় কুদ্দুস। এর জের ধরে আজ (গতকাল শনিবার) বাবাকে শাবল দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায় কুদ্দস। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক তারেক আহমেদ শামস বলেন, হাসপাতালে আনার আগেই আবদুর রহমানের মৃত্যু হয়েছ। প্রকাশে অনিচ্ছুক নিহত রহমানের একাধিক প্রতিবেশী জানান, মেটে কুদ্দুসের বিরুদ্ধে সন্ত্রাসী হিসেবে কুখ্যাতি রয়েছে।