যতই শক্তিশালী হোক না কেন অপরাধী আইনের আওতায় আসবে : অতিরিক্ত ডিআইজি

0
275

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে থানা পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান। বুধবার বেলা ১২ টায় আশাশুনি থানায় উপস্থিত হয়ে থানার সার্বিক বিষয়ে খোজ খবর নেন তিনি। পরে থানা চত্ত্বরে ১১ ইউনিয়নের গ্রাম পুলিশের অধিভাবন গ্রহণ করেন এবং কুচ-কাওয়াজে অংশ গ্রহণ করেন। এসময় অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন, অতীতে আপনাদের কোন বেতন ভাতা ছিলো না বললেই চলে। বহুদিন ধরে অনেক কষ্টে সামান্য বেতনে আপনারা চাকরি করে আসছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে আপনাদের বছরে দুইবার নতুন পোষাক দিচ্ছেন এবং বেতন ভাতা দ্বিগুণ করেছেন। আপনারা নির্ভয়ে জনগণের কাজ করবেন। স্ব-স্ব এলাকায় অপরাধীকে চিহ্নিত করে আমাদের (থানাকে) জানাবেন। আপনারা কোন সমস্যায় পড়লে পুলিশ সুপার, সার্কেল এসপি, অফিসার ইনচার্জ এবং আমাকে ফোন দিবেন। বিপদে আপদে পুলিশ বন্ধু হিসাবে সব সময় আপনাদের পাশে থাকবেন। তিনি আরও বলেন, অপরাধী যত বড় শক্তিশালী হোক না কেন তাদের কে আইনের আওতায় আনা হবে। আপনারা অপরাধীদের চিহ্নিত করে থানা পুলিশকে জানাবেন। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। বিচারের স্বার্থে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এসময় সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, দেবহাটা সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলী, থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম, ওসি তদন্ত ইমারাত হোসেনসহ থানায় কর্মরত সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ডিআইজি হাবিবুর রহমান গ্রাম পুলিশের মাঝে পুরস্কার বিতরণ করেন।