মোড়েলগঞ্জে ২টি ইউনিয়নে ৪৬শ’ পরিবার পেলেন ভিজিএফ’র চাল

0
252

মোড়েলগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাগেরহাটের মোড়েলগঞ্জে তেলিগাতি ও বলইবুনিয়া ২টি ইউনিয়নে বিনামূল্যে ৪৬শ’ ৯ পরিবার পেলেন বিশেষ ভিজিএফ’র চাল। বুধবার দুপুরে তেলিগাতি ইউনিয়নে ২৪শ’ ১০জন সুবিধাভোগীদের মাঝে এ চাল বিতরণ তেলিগাতি ইউপি চেয়ারম্যান মোর্শেদা আক্তার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়কারি প্রভাষ চন্দ্র মন্ডল, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, সলেমান শেখ, এসএম ফজলুল হক, গাজী হেমায়েত হোসেন, সংরক্ষিত নারী ইউপি সদস্য মাহাফুজা বেগম ও ফেরদৌসি বেগম প্রমুখ।

একই দিনে বলইবুনিয়া ইউনিয়নের জনপ্রতি ১০ কেজি করে ২১শ’ ৯৯ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহাজাহান আলী খান। এ সময় ট্যাগ অফিসারসহ অন্যান্যে ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ বারে উপজেলায় ১৬টি ইউনিয়নসহ পৌরসভায় ৬০ হাজার পরিবার বিনামূল্যে জনপ্রতি ১০ কেজি করে এ বিশেষ ভিজিএফ’র চাল পাচ্ছেন।