মোড়েলগঞ্জে যাত্রীবাহি বিআরটিসি পুকুরে নিহত ১, আহত ২৫

0
344

এম.পলাশ শরীফ ও শহিদুল ইসলাম, মোড়েলগঞ্জ প্রতিনিধি: মোড়েলগঞ্জের আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়েছে। এতে একজন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
রবিবার সন্ধ্যায় সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পাশে বিলকুল গ্রামের একটি পুকুরে পড়ে যায়। বিআরটিসি পরিবহনের ঢাকা মেট্রো-ব-১১-৩৪৬৯ নং বাসটি এ সময় খুলনা থেকে মোড়েলগঞ্জ ও শরণখোলার উদ্দেশে যাচ্ছিল। ফায়ার সার্ভিস, পুুলিশ ও স্থানীয়রা দূর্ঘটনা কবলিত বাস ও যাত্রীদের উদ্ধার শুরু করেছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বিলকুল গ্রামের হানিফ শেখের পুকুরে পড়ে যায়।
বাগেরহাট ফায়ার ও সিভিল ডিফেন্সের উপ সহকারি পরিচালক মাসুদ সরদার বলেন, পুকুরে বাস পড়ার খবর শুনে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনা স্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেছে। বাসের নিচে একজন আটকে রয়েছে। তার নাম পরিচয় জানা যয়নি। চাপা পড়ে থাকা ব্যাক্তিকে উদ্ধার করতে ক্রেনের সাহায্য লাগবে। বলেও এ কর্মকর্তা জানান।
ঘটনার পর থেকে বাসের চালক জিয়াউর রহমান ও হেলপার মোড়েলগঞ্জের পল্লীমঙ্গল এলাকার মেহেদী হাসান(৩০) নিখোঁজ রয়েছেন।